Home / মিডিয়া নিউজ / চিত্রনায়িকা পূর্ণিমা সর্ম্পকে অজানা ৭টি তথ্য

চিত্রনায়িকা পূর্ণিমা সর্ম্পকে অজানা ৭টি তথ্য

পূর্ণিমা সত্যিই যেন পূর্ণিমার আলোর ন্যায় দ্যুতি ছড়াচ্ছেন। বাংলাদেশের জনপ্রিয় এ নায়িকার আজ

জন্মদিন। সকাল থেকেই শুভাকাঙ্খি, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় মুগ্ন তিনি। এছাড়াও টিভি লাইভে শাকিব খান তাকে সারপ্রাইজ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

আজকে বিডি২৪রিপোর্ট এর পাঠকদের জন্য আমরা পূর্ণিমার জানা-অজানা ৭টি তথ্য তুলে ধরছি-

১. সারাদেশ তাকে পূর্ণিমা নামে চিনলেও বাসায় সবাই ডাকে রীতা নামে। তবে তার আসল নাম দিলারা হানিফ।

২. পূর্ণিমার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। জন্মগ্রহণ করেন ১৯৮১ সালের ১১ জুলাই ।

৩. চলচ্চিত্রে পূর্ণিমার অভিষেক হয় রিয়াজের বিপরীতে এবং তিনি সর্বোচ্চ ২৫টির বেশি সিনেমায় রিয়াজের সাথে অভিনয় করেছেন।

৪. ১৯৯৭ সাল প্রথম জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিষেক হয় তার।

৫. ২০০৭ সালের ৪ নভেম্বরে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্দ হন অভিনেত্রী পূর্ণিমা। তার স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ।

৬. শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।

৭. ২০১৪ সালে বিয়ের ৭ বছর পর একটি কন্যা সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.