





ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক-নায়িকা ফেরদৌস ও পূর্ণিমার বন্ধত্বের কথা অনেকেরই জানা।






কারণ বিভিন্ন অনুষ্ঠান কিংবা সাক্ষাতকারে একাধিকবার নিজেদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্বীকার করেছেন






তারা। পর্দায় জুটি বেঁধে একাধিক ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা-অভিনেত্রী।






এ তালিকায় রয়েছে ‘বলো না ভালোবাসি’, ‘সন্তান যখন শত্রু’, ‘মধু পূর্ণিমা’, ‘দুর্ধর্ষ সম্রাট’ প্রভৃতি। এরপর ফেরদৌস নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও পূর্ণিমা ছিলেন পর্দার আড়ালে। তবে ইদানিং বড় পর্দায় কাজ না করলেও নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা।
এদিকে ফেরদৌসের সঙ্গে পূর্ণিমার জুটির উপস্থাপনাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। মেরিল প্রথম আলো পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাচ্ছে এ জুটিকে। সেই ধারাবাহিকতায় ঈদের জনপ্রিয় মেগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র উপস্থাপনায়ও দেখা যাবে এ তারকা জুটিকে।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আনন্দমেলা’ বিটিভির একটি ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এর আগেও আমি উপস্থাপনা করেছি। তবে এবারই প্রথম একসঙ্গে আমি ও পূর্ণিমা উপস্থাপনা করতে যাচ্ছি।
পূর্ণিমা বলেন, গত ঈদে আমি ও ফেরদৌস ‘আনন্দমেলা’র পারফরম্যান্সে অংশ নিয়েছি। সবকিছু ঠিক থাকলে আমরা দু’জন এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবো। কিছু ভিন্নধর্মী পারফরম্যান্স থাকবে এবারের অনুষ্ঠানে। ফেরদৌসের সঙ্গে এর আগেও আমি উপস্থাপনা করেছি বিভিন্ন অনুষ্ঠানে। যে কারণে তার সঙ্গে উপস্থাপনার বোঝাপড়াটাও বেশ চমৎকার।
কয়েক যুগ ধরে প্রতি ঈদে বিটিভিতে প্রচার হয়ে আসছে ‘আনন্দমেলা’। সাধারণত নামি-দামি তারকারা অনুষ্ঠানটি সঞ্চালনা করে থাকেন। সেই হিসেবে জনপ্রিয় এ জুটিকেই পছন্দ চ্যানেল কর্তৃপক্ষের।
উল্লেখ্য, সম্প্রতি মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্রের নতুন প্রজেক্ট ‘জ্যাম’-এ চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস-পূর্ণিমা। পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এছাড়া নেয়ামুলের অন্য ছবি ‘গাঙচিল’ ও শাহরিয়ার নাজিম জয়ের ‘হঠাৎ বৃষ্টির পর’ সিনেমার জন্যও এ জুটির সঙ্গে আলোচনা চলছে।