Home / বাংলা নিউজ / হলিউডে পা রাখলেন পূর্ণিমা

হলিউডে পা রাখলেন পূর্ণিমা

জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান পূর্ণিমা। চলচ্চিত্রে দীর্ঘ বিরতির পর ফিরছেন নতুন ছবি নিয়ে।

চুক্তিবদ্ধ হয়েছেন ‘জ্যাম’ শিরোনামের নতুন এই ছবিতে। গেল কিছুদিন আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত।

বর্তমানে এই পর্দা কন্যা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ঘুরে বেড়ানোর কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন ফেসবুকে। সেখানে দেখা যায়, হলিউড সাইনকে ফ্রেমে রেখে বেশ কিছু ছবি তুলেছেন এই তারকা।

কালো রঙের ওয়ান পিসের ওপর রঙিন ফুলেল অ্যাম্ব্রয়ডারির কামিজ পরে মার্কিন চলচ্চিত্রের সিনেমাপাড়া হলিউডে গিয়েছিলেন এই চিত্রনায়িকা। সেটা নিতান্তই ঘুরে বেড়াতে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মাউন্ট লি পাহাড়ের চূড়ায় অবস্থিত হলিউড সাইনটি প্রায় ছয়তলা ভবনের সমান। এর প্রতিটি অক্ষর ৪৫ ফুট লম্বা। পুরো সাইনটির দৈর্ঘ্য ৩৫০ ফুট।

হলিউডে পা রাখলেন পূর্ণিমা
সেটিকে ফ্রেমে রেখেই ছবি তুলেছেন ঢালিউড নায়িকা পূর্ণিমা। যুক্তরাষ্ট্রে পূর্ণিমার ঘুরে বেড়ানোর সঙ্গী হিসেবে আছেন টনি ডায়েসের স্ত্রী প্রিয়া ডায়েস।

এদিকে গত শনিবার (২৮ জুলাই) বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (বিএএএলএ) আয়োজিত ‘আনন্দ মেলা’য় অংশ নিয়েছেন পূর্ণিমা।

সেখান তাকে দেয়া হয়েছে ‘লস অ্যাঞ্জেলেস কংগ্রেসনাল রিকগনিশন’ সনদ। পূর্ণিমা ছাড়াও সেই অনুষ্ঠানে একই সনদ পেয়েছেন আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান, প্রিয়া ডায়েস, প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব, সুরকার ইমন সাহাসহ অনেকে।

আগামী ২ আগস্ট ঢাকায় ফিরবেন পূর্ণিমা। সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ‘জ্যাম’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এরপর অক্টোবরে ছবিটির দৃশ্যধারণে অংশ নেবেন নায়িকা। পূর্ণিমা বলেন, আগামী অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবার কথা। আশা করছি, অক্টোবরে জ্যাম সিনেমার শুটিং ফ্লোরে থাকব। তার আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে মহড়া করবো, সিনেমার জন্য প্রস্তুতি শেষ করবো।

About Reporter Zara

Check Also

মা হচ্ছেন কোয়েল মল্লিক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার মা হতে চলেছেন। আজ শনিবার কোয়েলের সপ্তম বিবাহবার্ষিকী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.