





নিরাপদ সড়কের দাবিতে দেশে এতো কিছু ঘটে যাওয়ার পরও নিয়ম-শৃঙ্খলার যেন বালাই নেই






রাজধানীর মটরসাইকেল চালকদের মাঝে। এবার এরকমই কিছু কাণ্ডজ্ঞানহীন বাইকচালককে






ধমকালেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
ঘটনার ভিডিও ধারণ করেছেন তিনি।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তীব্র আন্দোলনে কেঁপে ওঠে সারা দেশ। বিশ্ব ইতিহাসে এটাই প্রথম কোনো কিশোর আন্দোলন। কিশোর-কিশোরীরা রাস্তায় নেমে লাইসেন্স চেক করে, ফিটনেস সার্টিফিকেট দেখে, গাড়িগুলোকে লাইন ধরে চলাচলে বাধ্য করে এমনকী রাজপথে ইমার্জেন্সি লেন পর্যন্ত তৈরি করেছিল তারা! ছেলে-মেয়েরা ঘরে ফেরার আগেই বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু করে পুলিশ।
এই ট্রাফিক সপ্তাহের মাঝেই চলছে চরম অনিয়ম। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লাইভ ভিডিওতে সেই অনিয়মই যেন স্পষ্ট হয়ে উঠল।