





লাল টুকটুকে পোশাকে ফটোসেশন করছিলেন। হাসিমুখে হেঁটে চলেছেন হাত নাড়তে নাড়তে। তাতেই






ঘটল বিপত্তি! সবার সামনেই খুলে গেল গাউনের নিচের অংশ (স্কার্ট)। কী’ করবেন বুঝে উঠতে পারছিলেন না। লজ্জায় মুখ ঢাকলেন।






একের পর এক ছবি উঠতে থাকল। নিজেকে বাঁ’চাতে কী’ করবেন? অ’বাক হলেন, হাসলেন। এক ব্যক্তি এসে মডেলের খুলে যাওয়া স্কার্টটি সযত্নে পরিয়ে দিলেন। গায়ে জড়িয়ে দিয়ে, সেটি আবার পিন করে দিলেন যাতে আর না খুলে যায়। আবার হাসতে হাসতে রেড কার্পেটে হাঁটতে লাগলেন সুন্দরী মডেল! রাশিয়ান এই মডেলের নাম ইউলিয়া।