Home / মিডিয়া নিউজ / অমিতাভ বচ্চনের মুখে মাশরাফির নাম, জিতে নিলেন ৮০ হাজার

অমিতাভ বচ্চনের মুখে মাশরাফির নাম, জিতে নিলেন ৮০ হাজার

ভারতের জনপ্রিয় টেলিভিশন সনি ইন্টারটেইনমেন্টে প্রচারিত কুইজভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান কোন

বানেগা ক্রোড়পতির (কেবিসি) এর সঞ্চালক ভারতের বিখ্যাত চলচ্চিত্র অ’ভিনেতা অমিতাভ বচ্চনের

মুখে শোনা গেল বাংলাদেশ ওয়ান ডে জাতীয় দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জার নাম।

সোমবার ৭ অক্টোবর রাতে কেবিসির হটসিটে খেলছিলেন দীপক বিশ্বকর্মা নামে এক যুবক। সাতটি প্রশ্নের সঠিক জবাব দিয়ে তিনি ৪০ হাজার টাকা জিতে নেন। পরবর্তীতে ৮০ হাজার টাকার জন্য অমিতাভ বচ্চন কম্পিউটার স্ক্রিনে ৮ নম্বর প্রশ্ন রাখেন।

প্রশ্নে বলা হয়, গত (২০১৯) সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট নিম্নলিখিত ৪ দেশের অধিনায়ক এর মধ্যে কোন দেশের অধিনায়ক সংসদ সদস্য ছিলেন। চারটি অ’পশন এর মধ্যে নাম ছিল বাংলাদেশের মাশরাফি বিন ম’র্তুজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আফগানিস্তানের গোলাপ দিন নায়েব ও পাকিস্তানের অধিনায়ক সরফরাজের নাম।

প্রশ্নটির উত্তর দেওয়ার সময় ছিল এক মিনিট। আরসিতে থাকার দীপক সঠিক উত্তর বুঝে উঠতে পারছিলেন না। তার চারটি লাইফ লাইন এর মধ্যে আগেই তিনি দুটি লাইফ লাইন শেষ করে ফেলছিলেন। এ সময় তিনি ফিফটি ফিফটি লাইফ লাইন নেন। দুটি লাইফ লাইন মুছে গিয়ে মাশরাফি বিন ম’র্তুজা ও সারফরাজ এর নাম থাকে। উত্তর দেয়ার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় থাকে।

প্রতিযোগী কোনো সঠিক উত্তর দিতে পারছিলেন না। সঞ্চালক অমিতাভ বচ্চনের সময় তাকে স্ম’রণ করিয়ে দিয়ে বলেন, মাত্র ১০ সেকেন্ড সময় আছে দ্রুত উত্তর দিন। এ সময় তিনি অনুমানে মাশরাফি বিন ম’র্তুজার কথা বলেন।

অমিতাভ বচ্চন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উত্তর সঠিক হয়েছে এবং তিনি সঠিক উত্তর দিয়ে ৮০ হাজার টাকা জিতে নিয়েছেন বলে ঘোষণা দেন। এ সময় অমিতাভ বচ্চন হাসিমুখে জানান, ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকে’টে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন ম’র্তুজা আওয়ামী লীগের টিকিটে নড়াইল-২ থেকে সংসদ সদস্য (মেম্বার অফ পার্লামেন্ট) নির্বাচিত হন।

অনুমানে উত্তর দিয়ে ৮০ হাজার টাকা জেতা দিপক শর্মা অবশ্য শেষ পর্যন্ত বেশিদূর এগুতে পারেননি। শেষ পর্যন্ত দীপক মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা জিতেই বিদায় নেন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.