Home / মিডিয়া নিউজ / ভারতের স্টেজে নাচতে গিয়ে অপমানিত অপু বিশ্বাস

ভারতের স্টেজে নাচতে গিয়ে অপমানিত অপু বিশ্বাস

সম্প্রতি “A2Z Music Center” নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ভারতীয় স্টেজে

নাচতে গিয়েছিলেন অপু বিশ্বাস সেই ভিডিওটি। সেখানে অপমানিত অপু, বইছে বাজে কমেন্টের বন্যা।

অপু বিশ্বাসের একটি ভিডিও য়। ভারতের আশামের স্থানীয় একটি গ্রামে স্টেজ ড্যান্স এর জন্য অপু

বিশ্বাসকে বাংলাদেশ থেকে আমন্ত্রণ করে নিয়ে যান। ভিডিওটিতে দেখা যাচ্ছে সেখানকার দর্শকের মধ্যে অপুকে নিয়ে প্রচুর ব্যাঙ্গ করা হচ্ছে।

এর কারণ হল প্রথমত, অপু বিশ্বাস ভাল ড্যান্স করতে পারছিলো না। আর দ্বিতীয়ত অপু বিশ্বাসের ফিগার কোন রকমে সহ্য করতে পারছিলো না দর্শক। পরে ওই স্টেজ ড্যান্সের কিছু অংশ “A2Z Music Center” নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে ভিডিওটি এখন পর্যন্ত 8,422,364 ভিউ হয়েছে। কিন্তু কমেন্ট পড়লে নিশ্চিত বুঝা যায় এখানে অপুকে দেখতে নয় বরং সবাই অপুকে বেইজ্জতি করতে ঢুকেছে।

অপু বিশ্বাসের বাজে ফিগার নিয়ে “Mahuzzal 81” নামের এক ব্যাক্তি কমেন্ট করেছেন, “এই য‌দি হয় একজন না‌য়িকার ফিগার,তাহ‌লে উত্তরার হিজলা সো‌নিয়াকে অপছন্দ করি কিভা‌বে???” “Munshi Tarek” নামের আর এক ব্যাক্তি কমেন্ট করে বলেছেন, “আমি এইটা দেখে প্রায় ঘন্টা খানেক স্তব্ধ আছিলাম কারণ আমি কি দেখতেছি,,, আমি কি গাঁজার নেশায় উল্টাপাল্টা কিছু দেখতেছি, পরে সবার কমেন্ট পড়ে টের পেলাম, আমি গাঁজা খেলেও ঠিক দেখতেছি! সবার মন্তব্য দেখে আরও বুঝলাম যে সবাই আমার মতই অবাক হয়েছেন। পুরা thinking eee change হয়েগেলো। এটা অইলো কিছু!”

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.