





বলিউডে শ্রদ্ধা প্রথম থেকেই ঠিক যেন পাশের বাড়ির মেয়ের ইমেজ মেনটেন করেন। সেই ধরনের






চরিত্রই বেছে নিয়েছেন কেরিয়ারের শুরু থেকে। তবে এ বার বড় চমক। সৌজন্যে ‘হাসিনা পার্কার’।






এই ছবিতে ডন দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফার্স্ট লুক হোক বা ট্রেলার একেবারে অচেনা শ্রদ্ধাকে দেখেছেন দর্শক।






এই ছবির প্রচারেই সম্প্রতি টুইটারে অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন নায়িকা। অনেক সময়ই অনুরাগীরা তারকাদের অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে দেন। শ্রদ্ধার সঙ্গেও ঠিক তেমনটাই ঘটেছে। এক অনুরাগী তাঁকে টুইটারে বলেন, ‘আমার বাঁদিকের কিডনিতে আপনার অটোগ্রাফ চাই।’ এ ধরনের আবদারে অবাক হয়ে যান শ্রদ্ধা। তবে চটজলদি সামলে নেন তিনি। নায়িকা উত্তর দেন, ‘আরে বাপ রে, না না। কাগজের ওপর অটোগ্রাফ দেব।’