বিগত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’ এমন কথার গানটির স্রষ্টা বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর।
এই গান গেয়ে বাদাম বিক্রি করে তার পেটের ভাতের যোগান হত। আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল করেছে। তিনি পৌঁছে গিয়েছেন শ্রোতাদের খুব কাছাকাছি। এখন সবাই তাকে ‘বাদাম কাকু’ বলেই ডাকছেন।
এবার নিজের জনপ্রিয় কাঁচা বাদাম গানের জন্য ৩ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন ভুবন বাদ্যকর। মূল গানটির রিমিক্স ভার্সনের নির্মাতা প্রতিষ্ঠান গোধূলীবেলা মিউজিক এই অর্থ দিয়েছেন ভুবনকে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গ কাঁপানো বাদাম গানের জন্য কেন ভুবন বাদ্যকরকে টাকা দেওয়া
হয়নি তা নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা। এরপরই গোধূলীবেলা মিউজিক কর্তৃপক্ষ থেকে টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়।