Home / মিডিয়া নিউজ / কেমন আছেন অভিনেতা রাজীবের স্ত্রী-সন্তানরা?

কেমন আছেন অভিনেতা রাজীবের স্ত্রী-সন্তানরা?

ঢাকাই সিনেমার শক্তিমান এক অভিনেতার নাম ওয়াসীমুল বারী রাজীব। সবাই তাকে রাজীব নামেই

চেনেন। আজ (১৪ নভেম্বর) এই অভিনেতার ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের আজকের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

চলচ্চিত্রপ্রেমীদের কাছে রাজীব নামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বহমান। আজও তার অভিনয় নস্টালজিক করে দর্শককে। এখনো তার অভিনয় ও ব্যক্তি জীবনকে ঘিরে দর্শকের অনেক আগ্রহ। সেই আগ্রহের মূল্যায়নে আমরা জানতে চেষ্টা করেছি কেমন আছে রাজীবের পরিবার? তার স্ত্রী-সন্তানরা কে কোথায় কীভাবে জীবন ধারণ করছেন?

রাজীবের এক আত্মীয়ের বরাতে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর উত্তরায়ই বাস করে রাজীবের পরিবার। সেখানে নিজেদের বাসায়ই থাকেন তারা। রাজীবের স্ত্রী ইশমত আরা রাজীব। সংসার আর ধর্ম কর্মেই কেটে যায় তার দিন। ১৯৯৬ সালে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় নৌকাডুবে মৃত্যুবরণ করেন অভিনেতা রাজীবের দুই পুত্র। এরপর রাজীব-ইশমতের দাম্পত্য আলোয় ভরিয়ে রেখেছেন এক পুত্র ও দুই কন্যা।

রাজীবের বড় ছেলে দ্বীপ। বিয়ে করেছেন বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠানের এক মালিকের কন্যাকে। দ্বীপের ছোট দুই বোন। তারা হলেন রানিসা ও রাইসা। দুজনেই পড়াশোনা করছেন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে।

বাবার জনপ্রিয়তাকে তারা গর্ব মনে করেন। তবে সিনেমা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই তাদের। নিজেদের সরিয়ে রাখেন সব রকম আলোচনা ও প্রচার থেকে।

২০০৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.