





অনেকদিন পর প্রকাশ্যে এলেন ঢাকাই ছবির চিত্রনায়িকা পলি। তাকে একেবারে দেখাই যায় না।






এফডিসিতেও পদচারণা কমে গেছে। আজ মঙ্গলবার চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে মেঘবাড়ি রিসোর্টে দেখা গেল এক সময়ের আলোচিত সমালোচিত এই নায়িকাকে।






মহম্মদ হান্নানের ‘ফায়ার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান পলি। যদি সেসময়ে ফায়ার ছবি অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হয়েছিল। অশ্লীল যুগের চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। বললেন, যখন অশ্লীল ছবি করেছি ওগুলো ছিল সময়ের প্রয়োজনে। এখন আর সেই দিন নেই। তবে এই নিয়ে এখন আমার বলার কিছু নেই। সময় বদলে গেছে।
ছবিতে পলি লোকচক্ষুর অন্তরালে থাকলেও বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এই অঙ্গনের মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে আমার। চলচ্চিত্রের মানুষরা ডাকলেই আমি ছুটে আসি। এর আগে শিল্পী সমিতির নির্বাচনের আমি এফডিসিতে এসেছিলাম।’
পলি বলেন, ‘চলচ্চিত্র আমাকে অনেক কিছুই দিয়েছে। আমি চলচ্চিত্র থেকে অনেক কিছুই পেয়েছি। চলচ্চিত্র নিয়ে আমার কোনো রাগ বিদ্বেষ নেই। সাধারণ চরিত্র নিয়ে আমি কখনই পর্দায় আসব না। কেউ যদি আমাকে নিয়ে গল্প বানান আর সেই গল্প যদি আমার পছন্দ হয়, তাহলে আমি কাজ করতে রাজি আছি। কিন্তু আগের মতো সবটুকু সময় চলচ্চিত্রের পিছনে ব্যয় করতে পারবো না।’
চিত্রনায়িকা পলি অভিনয় থেকে দূরে গিয়ে এখন ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা নিয়ে। চলচ্চিত্রে প্রযোজনা করার ইচ্ছে আছে কি? ‘পলি সোজাসুজি উত্তর দিলেন,‘এখন আসলে চলচ্চিত্রের যে অবস্থা, তাতে করে এখানে বিনিয়োগ করার কোনো চিন্তা আমার নেই। তবে চলচ্চিত্রকে অনেক ভালোবাসি, যদি আমার ভালো সময় আসে, তবে অবশ্যই এখানে টাকা বিনিয়োগ করব।’ সুত্র ভোরের কাগজ