





অনেকেরই হয়ত অজানা নয়, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা অরোরা খান,






দু’জনই কিন্তু খুব কাছের বন্ধু। আর কাছের এই বন্ধুটিকেই যেন পর মনে করছেন পাড়া-প্রতিবেশিরা।






বন্ধু অমৃতার ৪০তম জন্মদিনে মজা করে একটি কেক নিয়ে যান প্রিয় বন্ধু কারিনা। কিন্তু তাতেই শুরু হয় কানা-ঘুষা। ধন্যবাদের বদলে কারিনার কপালে জোটে বিদ্রুপের হাসি।
ঘটনাটি ঘটেছে গোয়ায় অমৃতা অরোরার বাসায় অনুষ্ঠিত ‘বার্থ-ডে পার্টি’তে। অমৃতাকে শুভেচ্ছা জানাতে কারিনা কাপুরের সঙ্গে কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সাইফ আলি খানও হাজির হয়েছিলেন সেখানে। দেখা যায়নি ছোট্ট নবাব তৈমুরকে।
হরদম পার্টি যেন আচমকাই স্তব্ধ হয়ে যায় কারিনার হাতের অশ্লীল কেক দেখে। কেকের আদলে বানানো কৃত্রিম পুরুষাঙ্গ অমৃতাকে মুখে পুরতে বাধ্য করেন কারিনা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জন্মদিনের সেই ভিডিও। এ নিয়ে হই-চইও চলছে বেশ।
কারিনার এই ব্যাপারটি ভালোভাবে নেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই একে কারিনার নিম্নরুচি হিসেবে ব্যাখ্যা করেছেন। যা নিয়ে সোশ্যাল সাইটগুলিতেও শুরু হয়েছ জোর জল্পনা।