





ব্যক্তিজীবন আর অভিনয়—দুটো নিয়েই নানা সময়ে আলোচনা-সমালোচনায় ছিলেন শ্রাবস্তী দত্ত তিন্নি।






হঠাৎই হারিয়ে যান, আবার হঠাৎই ফেরেন অভিনয়ে। তিন মাস হলো এ অভিনেত্রী পাড়ি






জমিয়েছেন কানাডায়। মেয়ে ওয়ারিশাকে সেখানকার স্কুলে ভর্তি করিয়েছেন। এবার কী কারণে দেশ ছাড়লেন তিনি?






দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা দিয়ে তিন্নি বলেন, কোনোই কারণ নেই। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর মনে হয়েছিল দেশের বাইরে কোথাও গিয়ে কিছুদিন বেড়িয়ে আসব। নিজের একটা পরিবর্তন আসবে। কিন্তু পরপরই হুট করে দ্বিতীয় বিয়ে করে ফেলি। বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে সমস্যার সৃষ্টি হয়। এসব নিয়ে বেশ কিছুদিন অস্থিরতায় ছিলাম। তাই মনে হলো, বাইরে থেকে কিছুদিনের জন্য বেড়িয়ে এলে নিজের মধ্যে স্থিতিশীলতা আসবে। তা ছাড়া ভিসাটাও যেহেতু ছিল, তাই চলে এলাম।
প্রসঙ্গত, দেশ ছেড়ে আসার আগে পারভেজ আমিনের এক ঘণ্টার নাটক একটি নীল কুয়াশার মৃত্যু অভিনয় করেন তিনি। সেখানে তার সহশিল্পী ছিলেন সজল। এটি গত ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়।