Home / মিডিয়া নিউজ / শ্রাবন্তী তুমি কার? তাসকিনের নাকি তাহসানের!

শ্রাবন্তী তুমি কার? তাসকিনের নাকি তাহসানের!

টলিউড জগতের জনপ্রিয় একটি নাম শ্রাবন্তী। মিষ্টি হাসি আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি বাজিমাত

করেছেন সিনেমাপ্রেমীদের মন। তবে বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই গ্ল্যামার অভিনেত্রীর।

ব্যক্তিগত কারনে ইন্টারনেট জগতেও নানা বিতর্ক সৃষ্টি করে ভাইরাল হয়েছেন বার বার। পরিচালক

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল শ্রাবন্তীকে নিয়ে। মডেল কৃষাণ ব্রজের সঙ্গে বিয়ে নিয়েও ফের সোশ্যাল মিডিয়ার ‘ডেইলি সোপ’ ছিলেন শ্রাবন্তী।

সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার নিজেকে তৈরি করতে চান শ্রবন্তী। তাই আবার পুরো দমে কাজ করে যেতে চান এই মিস্টি মেয়ে শ্রাবন্তী। ২০১৬ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। সে ছবিতে শ্রাবন্তীর নায়ক ছিলেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। এর পর কেটে গেছে এক বছরেও বেশি সময়। দীর্ঘ এ সময় পরে আবারও বাংলাদেশি নায়কের সঙ্গে অভিনয় করতে আসছেন কলকাতার মিষ্টি চেহারার নায়িকা শ্রাবন্তী।

তবে এবার আর যৌথ প্রযোজনার ছবিতে নয়। পুরোপুরি বাংলাদেশি ছবিতেই অভিনয় করবেন শ্রাবন্তী। ছবির নাম ‘যদি একদিন’। ছবিটির পরিচালনার চেয়ারে আছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক আছেন দুজন। সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান এবং ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে নজরকাড়া তাসকিন রহমান। এর মধ্যে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয়েছে যে তাহসানের নায়িকা হচ্ছেন শ্রাবন্তী।

তবে সমস্যা হচ্ছে, শ্রাবন্তীর নায়ক তাহসান নাকি তাসকিন- এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি পরিচালক মোস্তফা কামাল রাজ। এ ব্যাপারে রাজের রহস্যময় উত্তর হচ্ছে, ‘হয়তো দুজনই শ্রাবন্তীর নায়ক। আবার হয়তো না।’ তবে নায়ক যে-ই হোক, দুই বাংলার মিলবন্ধনে ‘যদি একদিন’ যে জমে ক্ষীর হবে সেটা অনুমান করাই যায়। তার পর সেটা যদি হয় তিন তারকার ত্রিভূজ প্রেমের গল্প, তাহলে তো কথাই নেই। ছবিটিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা শ্রাবন্তী। ‘যদি একদিন’ এ শ্রাবন্তীকে দেখা যাবে ‘অরিত্রী’ চরিত্রে।

এ ব্যাপারে নির্মাতা রাজের ভাষ্য, ‘অরিত্রী’ চরিত্রটির যেমন অভিনেত্রী দরকার, শ্রাবন্তীর মধ্যে সেসব গুণই রয়েছে। অনেক ভেবেচিন্তে চিত্রনাট্য অনুযায়ী তাকে নির্বাচন করা হয়েছে। ছবিটা পর্দায় এলেই বোঝা যাবে শ্রাবন্তীই এ চরিত্রের জন্য মানানসই।’

অন্যদিকে, ছবিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, ‘পরিচালক রাজের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি আমাকে চমৎকারভাবে ছবির গল্প শুনিয়েছেন। খুচ ভালো লেগেছে। আশা করছি, দারুণ একটা কাজ হতে যাচ্ছে।’তাছাড়া শ্রাবন্তীর পূর্বপুরষের বাড়ি বরিশালে। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা টান রয়েছে বলেও তিনি জানান।

মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি। নির্মাতা রাজের সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। ‘যদি একদিন’ নির্মাতা রাজের পঞ্চম ছবি। এর আগে ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’ ছবি চারটি পরিচালনা করেছিলেন তিনি।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.