





বলিউডের কিসার বয় ইমরান হাশমি। তার কোন যমজ ভাই আছে বলে আগে কখনো শোনা যায়নি।






তবে এবার দেখা মিললো। ইমরান হাশমির সঙ্গে পাকিস্তানের যুবক মাযদাক জানের চেহারার হুবহু






মিল। পাশাপাশি তাদের ছবি রাখলে যে কেউ তাদের যমজ মনে করবে। মাযদাকের চেহারা ইমরান
হাশমির সঙ্গে এতটাই মিল যে অনেকেই তাঁকে ইমরান হাশমি ভেবে ভুল করে বসেন।
এ প্রসঙ্গে মাযদাক বলেন, ‘আমি এটা খুবই পছন্দ করি, যখন সবাই আমার সঙ্গে সেলফি তুলতে চায় এবং কথা বলতে চায়।
আমি তারকা না হয়েও তারকার সম্মান পাচ্ছি এবং আমি খুবই খুশি।’