





সানি লিওন বলিউডে পা রাখার পর থেকেই তার সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে রাখি সবন্তের।






একাধিকবার সানি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন রাখি। তবে অধিকাংশ সময়েই সেই সব মন্তব্যে






কান দেননি সানি। অন্যদিকে রাখিও সানির বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ হাজির করছে। এবার সানি সম্পর্কে আরেক অভিযোগ আনলেন তিনি।






রাখির অভিযোগ, সানি লিওন রাখির ফোন নম্বর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিয়েছেন। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের কাছে সানি সম্পর্কে এই মন্তব্য করেছেন রাখি সবন্ত। খবর এবেলাডটইনের।
ভিডিওটি দেখুন
রাখি বলেন, ‘সানি লিওন আমার ফোন নম্বর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে দিয়ে দিয়েছেন। আমার কাছে প্রায়ই ফোন আসছে। ফোন করে আমার ভিডিও ও মেডিকেল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আমায় মোটা টাকার প্রস্তাবও দিচ্ছে ফোন করে।
রেখা -সানী
রাখি আরও বলেন, আমি এই ধরনের কাজে একদমই আগ্রহী নই। আমি মারা যাব, তবুও এই জগতে প্রবেশ করব না। আমি একজন ভারতীয় নারী আর আমি আমাদের সংস্কৃতির মর্যাদা সম্পর্কে অবহিত। আমি মন থেকে ভারতীয়।
কিন্তু রাখি কীভাবে এত নিশ্চিত যে, তার ফোন নম্বরটি সানিই দিয়েছেন? রাখির কথায়, আমার ফোন নম্বর কীভাবে পেয়েছেন জিজ্ঞাসা করায়, ওরাই সানি লিওনের নাম নিয়েছে।