





অফিসের উদ্দেশ্যে একজন গর্ভবতী নারী ও তাঁর স্বামী বাসা থেকে বের হচ্ছেন। শ্বাশুড়ি মা এসে






খাবারের ব্যাগ ছেলের হাতে দেন। গর্ভবতী নারীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিয়মিত খেয়ে নিও’।






অফিসে যাওয়ার পথে সিএনজি চালক সহযোগিতা করেন। অফিসে গেলে তার সহকর্মীরাও তার যত্ন নেন। সিড়ি দিয়ে উঠতে গেলে পাশের বাসার ভাইটা সহযোগিতা করেন।
এই গর্ভবতী নারীর চরিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘এমন চরিত্র খুব একটা করা হয় না। আমি নিজেও একজন মা। চরিত্রটি করতে গিয়ে সেই মা হওয়ার স্বাদটা আবার পেয়েছি। আর এই কাজটির সঙ্গে থাকতে পেরেও ভালো লাগছে। এটা সমাজের জন্য একটা ম্যাসেজও।’
কি সেই ম্যাসেজ? মম জানান, গর্ভকালীন সময়ে ৪ বার স্বাস্থ্য পরীক্ষা করা…
১. ১৬ সপ্তাহের মধ্যে প্রথম চেক আপ।
২. ২৪-২৮ সপ্তাহের মধ্যে দ্বিতীয় চেকআপ।
৩. ৩২ সপ্তাহের মধ্যে ৩য় চেকআপ।
৪. ৩৬ সপ্তাহের মধ্যে চতুর্থ চেকআপ।
সচেতনেতামূলক এই বিজ্ঞাপনের ট্যাগ লাইন ‘যত্ন নিলে মায়ের স্বাস্থ্য, গর্ভের সন্তান থাকবে সুস্থ্য’।
পরিবার পরিকল্পনা ও সচেতনতা বৃদ্ধির জন্য এমন প্রচারণার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের HPNSP আওতাধীন আইইএম ইউনিট। এটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি কার্যক্রম।
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের ব্যনারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আব্দুল কুদ্দুস মাধবর। খুব শীঘ্রই টেলিভিশন চ্যানেলে সচেতনেতামূলক এই বিজ্ঞাপনটি প্রচার হবে।