Home / মিডিয়া নিউজ / শাড়ি পরেই মুগুর ভাঁজলেন দক্ষিণী ছবির এই সুন্দরী নায়িকা

শাড়ি পরেই মুগুর ভাঁজলেন দক্ষিণী ছবির এই সুন্দরী নায়িকা

বলিউড ও দক্ষিণী ছবির সুন্দরী তারকা নিলেন ফিট ইন্ডিয়া চ্যালেঞ্জ। শাড়ি পরেও যে ওয়র্কআউট করা যায়, এমনটা কে জানত?

পরনে লাল টুকটুকে শাড়ি, চুল বাঁধা আলগোছে বিনুনিতে, কপালেন টিপ ও কানে ঝুমকো দুল। এই

পোশাকে কোনও সুন্দরী যদি সাতসকালে কোনও জিমে ঢোকেন, হয় একদল আঁতকে উঠবেন নয়তো হেসে কুটিপাটি হবেন।

কিন্তু বলিউড অভিনেত্রী আদাহ্ শর্মা এই স্টিরিওটাইপে বিশ্বাস করেন না। সম্প্রতি ঠিক এই লুকেই তিনি শরীরচর্চা করেছেন এবং সেই ভিডিও মাত্র একদিনেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ২০০৮ সালে হরর ছবি ‘১৯২০’ দিয়ে ডেবিউ করেছিলেন। সিদ্ধার্থ মালহোত্র-র বিপরীতে ‘হাসি তো ফাসি’ ছবির জন্য প্রশংসা পেয়েছিলেন।

আদাহ্ শর্মা। ছবি: ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে

তার পরেই অবশ্য দক্ষিণী ছবিতেই বেশি মন দিয়েছেন আদাহ্। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল তিনি একজন জনপ্রিয় ইনস্টাগ্রামার। ১৬ লক্ষ ফলোয়ার তাঁর অফিসিয়াল প্রোফাইলে। সেই অ্যাকাউন্টেই দিন কয়েক আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন আদাহ্। আপাদমস্তক ভারতীয় সাজ, কোমরে পেঁচিয়ে নেওয়া আঁচল, আর দুই হাতে দু’টি মুগুর।

আদাহ্-র এই অভিনব শরীরচর্চার ভিডিও ভিউ ইতিমধ্যেই ১৭ লক্ষ ছুঁই ছুঁই। শাড়ি পরে ওয়র্কআউট যে এত সুন্দর হতে পারে, সেটা এই ভিডিওটি না দেখলে বোঝা যেত না—
https://www.instagram.com/p/BjbvI7YBTCC/?utm_source=ig_embed

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.