Home / মিডিয়া নিউজ / সালমান খানের ১০ বছরের এই ভাইরাল ছবি দেখলে চিনতে পারবেন তো আপনি?

সালমান খানের ১০ বছরের এই ভাইরাল ছবি দেখলে চিনতে পারবেন তো আপনি?

শৈশবের স্মৃতি সবাইকেই হাত বাড়িয়ে ডাকে। অনেকেই মাঝে মাঝে ফেলে আসা শৈশবের স্মৃতি নিয়ে

আনমনা হয়ে যান। শোবিজ তারকারাও এর ব্যতিক্রম নন। বলিউড তারকা সালমান খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পুরনো দিনের একটি ছবি প্রকাশ করেছেন।

ক্যাপশন লিখেছেন, ‘জাস্ট এ ফিউ ইয়ার্স এগো’। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যায়। সালমান ভক্তরাও ছবিটির নিচে নানা রকম মন্তব্য করেন।

ছবিতে সালমান, আরবাজ, সোহেল এবং আলভিরাকে একসঙ্গে দেখা গেছে। অনেকেই এই ছবিটিতেকে তাদের প্রিয় তারকা সালমান সেটা খোঁজা শুরু করেছেন।

সালমান খান বলিউডে আত্মপ্রকাশ করেন ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৮৮ সালে। তার অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ‘ম্যায়নে পিয়ার কিয়া’ ১৯৮৯ সালে মুক্তি পায়। এরই মধ্যে ৮০টির বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

নব্বইয়ের দশকে বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন সালমান। এর মধ্যে রয়েছে- সাজান (১৯৯১), হাম আপকে হ্যায় কউন (১৯৯৪), করণ অর্জুন (১৯৯৫), জুড়ুয়া (১৯৯৭), পিয়ার কিয়া তো ডারনা কিয়া (১৯৯৮)।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে নন্দিত চিত্রনাট্যকার সেলিম খান ও সালমা খান দম্পতির ঘরে সালমানের জন্ম হয়। তার নাম রাখা হয় আবদুর রশিদ সলিম। পরবর্তীতে তিনি বলিউডে সালমান খান নামে পরিচিতি পান।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.