





গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মাদার অব হিউমিনিটি’ খেতাবে ভূষিত হন। সম্প্রতি






বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রযোজনায় তাকে নিয়ে একই শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম বুলবুল।






ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে ভিডিওটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন আহমেদ মানিক।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চিত্রনায়ক ফারুক। ভিডিওটি প্রসঙ্গে নায়ক ফারুক বলেন, ‘আমাদের শাহনূরকে এ মাদার অব হিউমিনিটি মিউজিক ভিডিওতে একেবারেই অন্যরকম লেগেছে। এটা তার অভিনয় জীবনের অন্যতম অর্জন বলেই আমি মনে করি।’
শাহনূর বলেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমারও দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই মিউজিক ভিডিওতে আমি স্বপ্রণোদিত হয়েই কাজ করেছি। প্রধানমন্ত্রীকে নিয়ে এমন একটি কাজ আমাকে কতটা আনন্দ দিচ্ছে, গর্বিত করছে তা ভাষায় প্রকাশের নয়।’ ‘মাদার অব হিউমনিটি’ গানটি লিখেছেন রফিকুল ইসলাম বুলবুল এবং সুর ও সঙ্গীত করেছেন কাজী জামাল। গানটিতে কণ্ঠ দিয়েছেন জুয়েল, লাভলী শেখ, প্রমিয়া, ডেইজি, তুহিন।
বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রায় সব চ্যানেলেই এটি প্রচার হবে।