





এখনো বিয়েই করেননি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি । তার আগেই তিনি






ব্যস্ত হতে চাইলেন স্বামী-সন্তান নিয়ে। কিভাবে? বলছি তাহলে শুনুন। সিনেমা থেকে হারিয়ে যাওয়া






পপি আবার পুরোদমে ফিরেছেন অভিনয়ে। ‘সাহসী যোদ্ধা’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘ইন্দুবালা’






ছবির কাজ প্রায় শেষ করেছেন। শ্যুটিং শুরু হবে ‘সেভ লাইফ’ ছবির। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরও দুটি ছবির। যার শ্যুটিং শুরু হবে আগামী বছর।
তবে সবকিছু ছাপিয়ে এখন তার ভাবনায় স্বামী-সংসার। তাহলে কি খুব শীগ্রই বিয়ে করছেন নায়িকা। তেমনই ইঙ্গিত দিলেও সরাসরি বললেন না কিছুই। পপি বলেন, ‘আমি দুটি কাজ একসঙ্গে করতে চাই না। যেটা করবো ভালোভাবে করবো। এখনও বিয়ের বিষয়টি নিয়ে ভাবিনি। তবে মনস্থির করেছি যে, বিয়ের পর আর কোনো কাজ করব না। বলতে গেলে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত থাকতে চাই। তখন আর মিডিয়াতে কোনো কাজ করব না। এটাই চুড়ান্ত।’
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কুলি’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন এ পর্দাকন্যা। এ পর্যন্ত অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘কে আমার বাবা’, ‘জানের জান’, ‘কারাগার’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘রানীকুঠির বাকি ইতিহাস’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’সহ অসংখ্য হিট-সুপারহিট ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
পপি বলেন, ‘নতুন বছরে ‘কাট-পিছ‘ ছাড়াও আরো দুটি ছবির কাজ শুরু করব। এরইমধ্যে সেই ছবি দুটিতে চুক্তিবদ্ধও হয়েছি। তবে এখনই নাম বলতে চাই না। আমি ছবির সেটে গিয়ে ছবিগুলোর নাম সকলকে জানাতে চাই। তবে চলতি মাসে ‘সাহসী যোদ্ধা’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজের পাশাপাশি নতুন ছবি ‘সেভ লাইফ’ এর কাজ শুরু করব। বর্তমানে এ ছবিটি নিয়েও প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘এখন আগের মতো নামকরা প্রযোজনা সংস্থা নেই বললেই চলে। এখন নতুন ছবির প্রস্তাব এলেও দেখা যায় প্রযোজক নতুন। তার প্রোডাকশন সম্পর্কে অভিজ্ঞতাও কম। ভালো প্রোডাকশন হাউজ না থাকার কারণে ছবির বাজারের অবস্থাও ভালো নেই। ওঠানামা করছে প্রতিনিয়ত। ভালো কিছু প্রোডাকশন হাউজ তৈরি না হওয়া পর্যন্ত এখানে সিনেমার বাজারের অস্থিরত কমবে না।’
পপি বলেন, ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে কাজ করে খুব ভালো লেগেছে। শুটিং শেষে বর্তমানে এর ডাবিংয়ে সময় দিচ্ছি। নতুন এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এই ওয়েব সিরিজে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। মূলত আমার বাবার হত্যাকে ঘিরে নানা রহস্য রয়েছে কাহিনীতে।