Home / মিডিয়া নিউজ / দুই নায়ককে নিয়ে পর্দা কাঁপাতে আসছেন প্রিয়াঙ্কা! ছবিতে দেখুন বাঙালি মেয়ের ফাস্ট লুক

দুই নায়ককে নিয়ে পর্দা কাঁপাতে আসছেন প্রিয়াঙ্কা! ছবিতে দেখুন বাঙালি মেয়ের ফাস্ট লুক

পরিচালক মৈনাক ভৌমিক আগামী ছবি ‘বর্ণপরিচয়’ নিয়ে ময়দানে নেমে পড়েছেন৷ এই প্রথম নিজের

ঘরানা থেকে বেরিয়ে অন্য কিছু ট্রাই করতে চলেছেন মৈনাক৷ জানা গিয়েছে, রোম্যান্স, ফ্যামিলি-ড্রামা ছেড়ে থ্রিলারে মন দিয়েছেন পরিচালক৷

‘বর্ণপরিচয়’ ছবির লিড কাস্টিংয়ে থাকছেন আবির চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার এবং যিশু সেনগুপ্ত৷ আর যা কখনও মৈনাকের ছবিতে আগে দেখা যায়নি তাই দেখতে চলেছে দর্শক৷ পাওয়ার প্যাকড অ্যাকশন দৃশ্য থাকবে ছবিতে৷

আবির
কারণ থ্রিলার ছবি অ্যাকশন সিক্যুয়েন্স ছাড়া অসম্পূর্ণ৷ সম্প্রতি সামনে এসেছে অভিনেতা-অভিনেত্রীদের লুকের কিছু ছবি৷ যেখানে যিশুকে দেখা গিয়েছে হ্যান্ডসাম হাঙ্ক রূপে৷ লেদার জ্যাকেট, খানিকটা মেসি হেয়ার৷ চোখে মুখে রহস্য৷

ভক্তদের অনুমান, তিনি সম্ভবত ছবির ভিলেন৷ তবে আজকাল ভিলেনের রূপ কিন্তু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সিনেমায়৷ সাধাসিধে ভদ্রলোকের বেশেও লুকিয়ে থাকে ভিলেন৷

যিশু
ছবির শুরুতে তার আসল পরিচয় না পেলেও ক্লাইম্যাক্সে গিয়ে জানা যায় ভিলেন কে৷

অন্যদিকে আবিরকে দেখা গেল একেবারে ভদ্র বাঙালির গেট আপে৷ ব্যাকব্রাশ করা চুল, চশমা, সাধারণ পোশাক৷ নিপাট ভদ্রলোক যাকে বলে৷ যীশুর চরিত্রের একেবারে উল্টোটাই হল আবির৷ এছাড়া প্রিয়াঙ্কাকে একজন সাধারণ বাঙালির মেয়ের মতোই লুক দেওয়া হয়েছে৷

প্রিয়াঙ্কা
জানা গিয়েছে, ছবির অ্যাকশন সিক্যুয়েন্স গুলো শ্যুট হতে পারে দেশের বিখ্যাত স্টান্টমাস্টারের তত্ত্বাবধানে৷ সুনীল রড্রিগিয়াজ৷ বলিউডের ‘দিলওয়ালে’, ‘হ্যাপি নিউ ইয়ার’র মতো ছবির পাশাপাশি হলিউডেও কাজ করেছেন তিনি৷

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.