





পরিচালক মৈনাক ভৌমিক আগামী ছবি ‘বর্ণপরিচয়’ নিয়ে ময়দানে নেমে পড়েছেন৷ এই প্রথম নিজের






ঘরানা থেকে বেরিয়ে অন্য কিছু ট্রাই করতে চলেছেন মৈনাক৷ জানা গিয়েছে, রোম্যান্স, ফ্যামিলি-ড্রামা ছেড়ে থ্রিলারে মন দিয়েছেন পরিচালক৷






‘বর্ণপরিচয়’ ছবির লিড কাস্টিংয়ে থাকছেন আবির চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার এবং যিশু সেনগুপ্ত৷ আর যা কখনও মৈনাকের ছবিতে আগে দেখা যায়নি তাই দেখতে চলেছে দর্শক৷ পাওয়ার প্যাকড অ্যাকশন দৃশ্য থাকবে ছবিতে৷
আবির
কারণ থ্রিলার ছবি অ্যাকশন সিক্যুয়েন্স ছাড়া অসম্পূর্ণ৷ সম্প্রতি সামনে এসেছে অভিনেতা-অভিনেত্রীদের লুকের কিছু ছবি৷ যেখানে যিশুকে দেখা গিয়েছে হ্যান্ডসাম হাঙ্ক রূপে৷ লেদার জ্যাকেট, খানিকটা মেসি হেয়ার৷ চোখে মুখে রহস্য৷
ভক্তদের অনুমান, তিনি সম্ভবত ছবির ভিলেন৷ তবে আজকাল ভিলেনের রূপ কিন্তু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সিনেমায়৷ সাধাসিধে ভদ্রলোকের বেশেও লুকিয়ে থাকে ভিলেন৷
যিশু
ছবির শুরুতে তার আসল পরিচয় না পেলেও ক্লাইম্যাক্সে গিয়ে জানা যায় ভিলেন কে৷
অন্যদিকে আবিরকে দেখা গেল একেবারে ভদ্র বাঙালির গেট আপে৷ ব্যাকব্রাশ করা চুল, চশমা, সাধারণ পোশাক৷ নিপাট ভদ্রলোক যাকে বলে৷ যীশুর চরিত্রের একেবারে উল্টোটাই হল আবির৷ এছাড়া প্রিয়াঙ্কাকে একজন সাধারণ বাঙালির মেয়ের মতোই লুক দেওয়া হয়েছে৷
প্রিয়াঙ্কা
জানা গিয়েছে, ছবির অ্যাকশন সিক্যুয়েন্স গুলো শ্যুট হতে পারে দেশের বিখ্যাত স্টান্টমাস্টারের তত্ত্বাবধানে৷ সুনীল রড্রিগিয়াজ৷ বলিউডের ‘দিলওয়ালে’, ‘হ্যাপি নিউ ইয়ার’র মতো ছবির পাশাপাশি হলিউডেও কাজ করেছেন তিনি৷