Home / মিডিয়া নিউজ / টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক এখনও জন্মায়নি : জয় চৌধুরী

টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক এখনও জন্মায়নি : জয় চৌধুরী

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব এখনও

শেষ হয়নি। এর মধ্যেই জায়েদ খান ও জয় চৌধুরীর বিরুদ্ধে নতুন এক অভিযোগ আনেন নিপুণ।

ইউটিউব ও ফেসবুকে জায়েদ টাকা দিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন নিপুণ।

অন্যদিকে জায়েদকে এসব কাজে জয় চৌধুরী সহায়তা করছেন বলে দাবি করেন নিপুণ। তাই তাদেরকে এসব নোংরামি বন্ধ করতে বলেন তিনি। নিপুণ বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রা’ন্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।

এদিকে, জয়ের উদ্দেশ্যে নিপুণ বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরু’দ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আই’নের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

নিপুণের এই অভিযোগ নিয়ে জয় বলেন, গত ১৫ দিন ধরে আমি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি। কাউকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কাজের সময় আমার নেই। উনি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেটি ভিত্তিহীন। আর এসব কাজ যে কন্টাক্ট করে করা যায়, সে সম্পর্কে আমার ধারণা ছিলো না।

তিনি আরও বলেন, গত ৪ তারিখ থেকে এক পশলা বৃষ্টি, প্রেম প্রীতির বন্ধন নামে দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এসব ফালতু বিষয় নিয়ে ভাবার সময় নেই। আর টাকার বিনিময়ে এসব নোংরা কাজ করার প্রশ্নই উঠে না। ভালোবাসার জন্য জীবন দিয়ে দিবো তবুও এসব নোংরা কাজ করবো না। টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক পৃথিবীতে এখনো জন্মায়নি।

জয় চৌধুরী জানান, ‘উনি (নিপুণ) যে অভিযোগ করেছেন, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া। কারণ, এসব কাজ যে কন্টাক্ট করে করা যায়, সে সম্পর্কে আমার ধারণা ছিল না। আমার যারা দর্শক আছেন কিংবা আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আছেন তারা আমার ব্যক্তিগত কোনো ছবিতে বাজে মন্তব্য করেন না। কিন্তু আমি যখন শিল্পী সমিতিকে নিয়ে পোস্ট করি, তখন সেখানে বেশ কিছু আইডি থেকে প্রচুর নেগেটিভ কমেন্টস করা হয়। এমনকি প্রত্যেকটি আইডি লক থাকে। এটা কারা করে তাহলে?’

তিনি আরও বলেন, ‘এটা শুধু আমার সঙ্গে না, আমাদের প্যানেল থেকে যে ২১ জন দাঁড়িয়েছিলাম তাদের সবার ক্ষেত্রেই করা হয়েছে এবং সেই একই আইডিগুলো থেকে করা হয়েছে। আইডিগুলো আমাদের ফ্রেন্ডলিস্টেও নেই। উনি (নিপুণ) কীভাবে, কী বুঝে এই কথাগুলো বললো আমি জানিনা। উনার এই কথাগুলোর জন্য আমি চরম নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.