





একসময়ের ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি, চলচিত্রে বেশ পরিচিতি পেলেও






তিনি মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি।






তবে ৪০ বছর বয়সী এই নায়িকা এখনো বিয়ের জন্য সৎ ও যোগ্য পাত্র খুঁজে পাচ্ছেন না বলে জানান। সৎ ও যোগ্য পাত্র পেলে এ বছরেই বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি। ২০১৯ সালে পপি বিয়ে করতে চাইলেও সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করিনি। তবে খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে।
পপি বলেন, “সত্যি কথা কী একজন ছেলে, ‘জান খেয়েছ, জান ঘুমিয়েছো’— লিখে একই এসএমএস ১১ জন মেয়েকে পাঠায় এমন ছেলের সঙ্গে বিয়ে করতে চাই না।”