





ঢাকাই সিনেমা’র শক্তিমান অ’ভিনেতা ডিপজল। আগামী ৩০ সেপ্টেম্বর তার ছে’লের বিয়ের






আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। করো’নার কারণে ঘরোয়া পরিসরেই বিয়ের আয়োজন করেছেন। সেখানে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের লোকজন।






তবে পুত্রবধুকে উপহার দিলেন তিনি দু হাত খুলে। এই অ’ভিনেতার পারিবারিক সূত্র গণমাধ্যমে জানিয়েছে, ছে’লের বউকে তিনি অর্ধকোটি টাকারও বেশি উপহার দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি ফার্নিচারের দোকান থেকে অর্ধকোটি টাকার ফার্নিচার কিনে ছে’লের বউকে উপহার হিসেবে দিচ্ছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অ’ভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এ অ’ভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল অ’ভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি।
চলচ্চিত্রপাড়ায় ‘দানবীর’ হিসেবে খ্যাতি রয়েছে ডিপজলের। সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পিকনিক, ঈদ-পার্বনে দু
হাত খুলে দান করে থাকেন তিনি। করো’না মহামা’রির শুরু থেকেও ডিপজল নানাভাবে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন।