





অনেক আগেই দুই বাংলার সিনেমায় অভিনয় গু,নে বিশ্বাস, ভরসা আর আস্থা,র নামে হয়ে উঠেছেন






জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ওপাড় বাংলার ‘ছেলেধরা’ নামের এক সিনেমায় মায়ের চরিত্রে যু,ক্ত






হয়েছেন তিনি। পর্দায় আসবেন মাদ’কাস’ক্ত মা হয়ে। বয়সকে তার কাছে সংখ্যা। তারুণ্য






তার অভিনয়ের নিত্য,সঙ্গী। তাই তো সবরকমের, সব বয়সের চরিত্রে তিনি পারদ,র্শী, সাবলীল। পর্দায় আটার বছরের তরুনী
কিংবা ক,ণ্ঠ সিনেমার সেই চি’কিৎ’সক তাতে কি সবই তার কাছে তুড়ির ব্যাপার। কারণ তিনি জয়া আহসান। ব্যাচেলর সিনেমা দিয়ে রুপারী পর্দায় জয়ার পথচলা শুরু হয়েছিল।
মাঝে আরো দুটি সিনেমা করলেও জয়ার
সিনেমা ভুবণে বাজিমাত করেন গে’রিলা সিনেমার বিলকিস বানু সিনেমা দিয়ে।গেরি’লায় বিলকিস বানু চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার,সহ অনেক পুর,স্কার নিজের
করে নিয়েছিলেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমায়ে তিনি নি’রবি’চ্ছি’ন্ন কাজ করে যাচ্ছেন। এবার যুক্ত’ হয়েছেন শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘ছেলেধ’রা’
সিনেমায় যেখানে তিনি একজন মা’দ’কাস’ক্ত মায়ের চরিত্রে অভিনয় করবেন।
‘ছেলেধরা’ শিলাদিত্য মৌলিকের তৃতীয় সিনেমা। সিনেমার গল্পের কেন্দ্র আছেন জয়া। গল্পে দেখা যাবে একজন মাদ’কাস’ক্ত মা ও মেয়েকে অ’পহ’র’ণের গল্প। অপ’হৃত
হওয়ার পর থেকেই অ’পহর’ণ’কারীর ছেলেকে নিজেদের নাগা’লের মধ্যে পেতে চান ওই মাদ’কাস’ক্ত নারী। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অ’পহ’রণের
শি’কার, তখন অ’পহ’রণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে?
এই পটভূমির ওপরই নিয়ে তৈরি হচ্ছে ‘ছেলেধ’রা’। উল্লেখ্য গতমাসেই করো’নাকা’লীন সম’স্যায় নিয়ে ‘অসতো মা স’দগময়’ নামের ওপাড় বাংলার এক সিনেমায় অভিনয়ে
পা’ক্কাপো’ক্ত হয়েছেন জয়া আহসান। যেই সিনেমায় রবিবারের পরে দ্বিতীয় বারের মতো জু’টি গড়েছেন প্রসেজিৎ-এর সাথে।