





দু’নিয়া কাঁ’পা’নো কেজি’এফ ছবির অভি’নে’তা যশ মা’ঝেম’ধ্যেই দুই সন্তানের সঙ্গে নানা






রকম ভিডিও সো’শ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা তার ভক্ত’দে’র মধ্যেও বেশ সারা জাগায়।






সন্তানদের সঙ্গে তার খেলা বা দুষ্টুমি দেখতে বেশ পছ’ন্দ করেন কেজি’এফ’খ্যাত তার’কা যশের অনুরা’গীরা।






লক’ডাউ’নে আর পাঁচজন বাবার মতো’ই ছেলে যথ’র্বের সঙ্গে সময় কাটি’য়েছেন যশ, সেই স’মস্ত ছবি, ভিডিও অনুরা’গীদের জন্য পোস্ট কর’তেও দেখা গি’য়েছে তাকে।
শনি’বার ছেলে য’থর্বে’র সঙ্গে সু’ন্দর মু’হূ’র্তের একটি ভিডিও পোস্ট ক’রে’ছেন যশ। যেখানে ছেলের ‘সঙ্গে তাকে ‘জনি জনি, ই’য়েস পাপা’ বলতে শোনা যাচ্ছে।
প্রস’ঙ্গত, গতবছ’রই যশ ও রা’ধিকার পরি’বারে আসে তাদের দ্বি’তীয় সন্তা’ন যথর্ব। যশ ও তার স্ত্রী রাধিকা পণ্ডিত দুজনেই দক্ষি’ণী ছবির ভীষণ জ’নপ্রিয় তারকা। ২০১৬ সালে সাত’পাকে বাঁধা পড়েন যশ ও রাধি’কা।
https://www.instagram.com/iamradhikapandit/?utm_source=ig_embed