





প্রতিটি মানুষ তার মতো করে বাঁ’চার অধিকার নিয়ে জন্মায়। সে তার বিশ্বা’স ও ধ’র্মকে লালন






করে একান্তই নিজের মতো করে। কিন্তু সামাজিক প্রা’ণি হিসেবে মানুষকে বেঁচে থাকতে হয় নানা






রকম বিশ্বা’স ও ধ’র্মের অনুসারীদের সঙ্গে। অনেকে ভিন্ন দুটি বিশ্বা’সের উপর দাঁড়িয়ে সংসারও পাতেন। যুগের পর যুগ তারা সুখে আছেন এমন অনেক নজির রয়েছে।






কিন্তু সমাজে এই স’ম্পর্কগুলো নিয়ে তাদের অনেক কথাই শুনতে হয়। সাম্প্রদায়িকতার আ’গুনে প্রতিনিয়ত বিদ্ধ হয় অসাম্প্রদায়িক ভাবনার মানুষ।
ঠিক তেমনটাই দেখা যাচ্ছে জনপ্রিয় মডেল ও অ’ভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার বেলায়। তিনি ভালোবেসে বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্রকার সৃজিত মুখার্জিকে।
মু’সলিম মিথিলার হিন্দু স্বামী সৃজিত; বিষয়টি ভালো’ভাবে নিতে পারছেন না দুই ধ’র্মেরই কট্টরপন্থিরা। নানা সময় নানা কটু মন্তব্যে বিদ্ধ করা হয় তাদের।
কটু মন্তব্যের শিকার হয়ে সম্প্রতি কালী পূজার উদ্বোধনকে ঘিরে ক্ষমা চেয়েছেন বাংলাদেশি ক্রিকে’টের সুপারস্টার সাকিব আল হাসান। তবে নতিস্বীকার করেননি মিথিলা।
স্বামীর ধ’র্মের নানা পূজা ও পার্বনে অংশ নিতে দেখা যায় তাকে। এসব নিয়েই বারবার প্রশ্ন উঠে। মিথিলাকে ‘মুনাফিক’ বলে প্রশ্ন করা হয় তিনি ‘হিন্দু হয়ে গেছেন’ কি না। এবার সোশাল মিডিয়াকে হাতিয়ার করেই ধ’র্মীয় গোঁড়ামির বি’রুদ্ধে জবাব দিলেন তিনি।
নিজের বক্তব্য প্রকাশ করতে মে’য়ের প্রথম ভাইফোঁটা দেওয়ার ছবি টুইটারে শেয়ার করেছেন মিথিলা। তারপরই নেটিজেনদের উদ্দেশ্য করে লেখেন, ‘সমস্ত প্রকারের ধ’র্মীয় গোঁড়ামিকে না বলুন।
আর উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আর আমি ইচ্ছাকৃতভাবেই জো’র গলায় একথা বলছি। ‘মুনাফিক’ আর ‘আপনি কি হিন্দু হয়ে গেছেন?’- এ ধরনের অ’পদার্থ মা’র্কা মন্তব্যগুলো নিজেদের কাছেই রাখু’ন।’
২০১৯ সালের ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার বিয়ে হয়। যাবতীয় কটাক্ষ, বিদ্রূপকে উপেক্ষা করেই নিজেদের ভিন্ন আচার, রীতি-নীতি আপন করে নিয়ে ভালবাসা-সুখে সংসার করে যাচ্ছেন এই দম্পতি।