Home / মিডিয়া নিউজ / নায়িকা বানা’নোর “ফাঁ’দ, হোটে’লে রা’ত কাটা’নো’র প্রস্তাব

নায়িকা বানা’নোর “ফাঁ’দ, হোটে’লে রা’ত কাটা’নো’র প্রস্তাব

স্বপ্ন রুপালি পর্দায় নিজেকে দেখার। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে র‌্যাম্প মডেলিংয়ে কাজ শুরু করেন।

এই মাধ্যমে দীর্ঘ ছয় বছর কাজ করেন তিনি। কাজের সুবাধে পরিচয় হয় এপার-ওপার বাংলার

নির্মাতাদের সঙ্গে। বলছি, বাংলাদেশের চাঁদপুরের মেয়ে শান্তা পালের কথা। কিন্তু স্বপ্নপূরণ করতে

গিয়ে প্রতারণার ফাঁদে পড়েছিলেন তিনি। যা সিনেমার গল্পের মতোই। ফেসবুকে রাজিব কুমার

বিশ্বাসের সঙ্গে পরিচয় হয় শান্তার। প্রথমে জানতেন না রাজিব বিশ্বাস আসলে কে? দীর্ঘ দুই মাস হায়-হ্যালোর পর তিনি তার পরিচয় জানান। ম্যাসেঞ্জারে রাজিব বিশ্বাস বেশ কিছু স্টিল পাঠিয়ে জানান, তিনি টলিউডের খ্যাতনামা একজন পরিচালক। শান্তাও তার পরিচয় পেয়ে একটু নড়েচড়ে বসেন। রাজিব বিশ্বাস শান্তাকে বলেন—‘‘আমি ‘ডেমোক্রেসি’ নামে একটি সিনেমা বানাচ্ছি। এর জন্য প্রথমে বনিকে (বনি সেনগুপ্ত) কাস্ট করার কথা ভেবেছিলাম। কিন্তু তোমার সঙ্গে দেবকে ভালো মানাবে। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে কাস্ট করতে চাচ্ছি।’’ এমন প্রস্তাব পাওয়ার পর সিনেমার চিত্রনাট্য চান শান্তা। আর তারপরই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এই অভিনেত্রী।

শান্তা পাল রাইজিংবিডিকে বলেন, ‘‘রাজিব আমাকে বলেন, চিত্রনাট্য, চুক্তি সবই হবে। কিন্তু তার আগে আমার সঙ্গে একরাত হোটেলে থাকতে হবে। তারপর সাইনিং হবে। মাহিকে নিতে চাচ্ছিলাম। কিন্তু এখন তোমাকে নিতে চাচ্ছি। এই সুযোগ হাতছাড়া করো না।’ ঢাকার একটি হোটেলের নামও বলেন তিনি। আমি তাকে বলেছি, কন্ডিশনে কাজ করব না। এরপরও তিনি আমাকে বলেন, ‘এতে রাজি না হলে টলিউডের কোনো কাজে সুযোগ পাবে না।’ আমি তাকে বলেছি, আপনি এসব বললে আমি সবাইকে বিষয়টি জানিয়ে দেব। এ কথা লেখার পরই আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছে।’’

একজন পেশাদার পরিচালকের এমন নোংরা আচরণে ভীষণ অবাক হয়েছেন শান্তা। এজন্য রাজিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে শান্তা বলেন, ‘রাজিব বিশ্বাস আমার সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। আমার মনে হয় উনি আমাকে নিয়ে কাজও করতেন না। উনি দেবের কথা বলে আমাকে রাজি করাতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে ওপার বাংলার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। বিমান চলাচল শুরু হলে টলিউডে গিয়ে রাজিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংগঠনে লিখিত অভিযোগ দেব।’

শান্তা আরো বলেন, ‘যতদূর জেনেছি রাজিব বিশ্বাস এমন ঘটনা আরো মেয়েদের সঙ্গে ঘটিয়েছেন। কেউ সাহস করে মুখ খুলেনি। তুমি কাজ পাবে না—এই হুমকি দিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখা হয়েছে। কিন্তু আমি সাহস করে জানিয়েছি। আমরা সচেতন না হয়ে মুখ বুজে থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে। আমি বিষয়টি নিয়ে লড়ব।’

শান্তা পাল এরই মধ্যে তেলেগু ভাষার সিনেমায় নাম লেখিয়েছেন। ‘ইয়ে রা লা ভা’ সিনেমায় কলকাতার অঙ্কুশের বিপরীতে কাজ করবেন শান্তা। সিনেমাটি পরিচালনা করছেন বিশ্বনাথ রাও। শান্তা এশিয়া গ্লোবালে সেরা পাঁচে ছিলেন। সেখানে বিউটিফুল আইজ খেতাব অর্জন করেন।

রাজিব কুমার বিশ্বাস ব্যক্তিগত জীবনে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে সংসার বেঁধেছিলেন। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। রাজিব নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘অমানুষ’, ‘পাগলু’, ‘খোকা ৪২০’, ‘পাওয়ার’ প্রভৃতি।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.