Home / মিডিয়া নিউজ / বড় নায়কেরা আমার সঙ্গে কাজ করে না: ফারিয়া শাহরিন

বড় নায়কেরা আমার সঙ্গে কাজ করে না: ফারিয়া শাহরিন

নাটক পাড়ায় জোর গু’ঞ্জন, বাংলা নাটক এখন সি’ন্ডিকেট নির্ভর। হাতেগোনা কয়েকজন পরিচালক

এবং পছন্দের অ’ভিনেতা-অ’ভিনেত্রীর বাইরে অ’ভিনয় করেন না বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কয়েকজন।

যদিও এমন অ’ভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় হাতেগোনা কয়েকজনকে।শুক্রবার নিজের ফেসবুক হ্যান্ডেলে এ প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন ছোট পর্দার অ’ভিনেত্রী ফারিয়া শাহরিন।

এক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘ঠিক করেছি নতুন, একদমই পরিচিত নন, এ রকম নায়কদের সঙ্গে কাজ করব।ওদের প্রমোট করব। যদি আমাকে চারজনও চেনে,

তাদের হয়তো একজন চিনবে আমা’র মাধ্যমে। ওরা এভাবেই এক-দুজন করে পরিচিত হয়ে উঠবে। আমা’র ভালো লাগবে।’ক্ষো’ভ প্রকাশ করে এই অ’ভিনেত্রী আরও লিখেছেন,

‘আমি অনেক ছোট নায়িকা। বড় নায়কেরা আমা’র সঙ্গে কাজ করেন না, বড় নায়িকাদের সঙ্গে করেন; কী কী জানি এখন শুনি, সি’ন্ডিকেট না কি যেন। তাই নগণ্য নায়িকা আমি নতুন ছেলেদের সঙ্গে কাজ করব।

সি’দ্ধান্ত ফাইনাল।’‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৭ সালে প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। সম্প্রতি বেশকিছু ধা’রাবাহিক নাটকও একক নাটকে অ’ভিনয় করে আলোচনায় আছেন ফারিয়া শাহরিন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.