Home / মিডিয়া নিউজ / ২৩ বছরের শোবিজ থেকে বিদায়: ‘টাকার চিন্তা করলে মিডিয়া জগত জীবনে ছাড়তাম না’

২৩ বছরের শোবিজ থেকে বিদায়: ‘টাকার চিন্তা করলে মিডিয়া জগত জীবনে ছাড়তাম না’

ধ’র্মীয় বিষয়ে নিজের আত্মোপলব্ধির কারণে দীর্ঘ ২৩ বছরের শোবিজ ক্যারিয়ার থেকে বিদায়

নিয়েছেন অভিনেত্রী অ্যানি খান। বর্তমানে স্বামী-সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

অনলাইনে ‘অ্যানিস কালেকশন’ নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বোরকা ও সালোয়ার কামিজ বিক্রি করে শুরু থেকেই ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন অ্যানি খান। তবে পণ্যের দাম বেশি নিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

অ্যানি খান লিখেছেন, আমার পেজে সব কিছুর দাম বেশি, ‘কিছু আ’ইডি থেকে প্রতিনিয়ত এরকম বলা হচ্ছে। কি লাভ এদের আমার সাথে এমন করে? অবাক লাগে মানুষ এত কু’রুচি সম্পন্ন হতে পারে?’

তিনি আরও জানান, ‘এমন না যে আমি কারো সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছি। নিজের এত বছরের ক্যারিয়ার ছেড়ে দিয়ে কষ্ট করে ব্যবসাটাকে আগলে ধরেছি। আর এরকম কিছু ফেক আইডি প্রতিনিয়ত এমন করছে। হে আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি যদি আমার ভাগ্যে নির্ধারণ করে রাখেন আমার ব্যবসা বরকতময় হবে ইনশাআল্লাহ।’

সাবেক এই অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি টাকার কথা চিন্তা করলে মিডিয়া জগত জীবনে ছাড়তাম না। আমার দৃঢ় মনোবল আপনি (আল্লাহ) আমার সহায়ক। আপনি চান তাই আমি ব্যবসা করছি। আল্লাহ আপনি এইসব বাজে মানুষদেরকে হেদায়েত করুন। আমাকে অনেক বেশি ধৈর্য দিয়ে দেন, যেন এরা আমার মনোবল ভাঙতে না পারে। আমীন সুম্মা আমীন।’

এর আগে মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়ে অ্যানি খান জানিয়েছিলেন, ‘কারো দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নেইনি। এ সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। কারণ মৃ’ত্যু’র পর আমার হিসেব আমাকেই দিতে হবে। তাই আত্মোপলব্ধি থেকেই আমি মি’ডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি।’

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.