Home / মিডিয়া নিউজ / বিয়ের পিঁড়িতে বসার আগে জিম সেরে নিলেন কনে!!

বিয়ের পিঁড়িতে বসার আগে জিম সেরে নিলেন কনে!!

এখন বিয়ের মৌসুম। দীর্ঘদিন করোনাভাইরাসজনিত কারণে ঘটা করে বিয়ে করা হয়নি অনেকেরই।

সংক্রমণের মাত্রা কমে আসায় ভারতে এখন বিয়ে বাদ্য বাজছে। অন্য মাসগুলোর

তুলনায় শীতে বিয়ের আয়োজন হয় বেশি। সামাজিক পাতা উল্টালেই এখন ভিডিয়োর ছড়াছড়ি।

ইন্ডিয়া ডটকমের খবর, এবার একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসার আগে জিমে গেছেন কনে। সেখানে ভারোত্তলন করছেন তিনি। ভিডিও দেখে নেটিজেনরা হাসি চেপে রাখতে পারছেন না।

ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, কমলা-লাল রঙের শাড়ি পরে বধূবেশে এক নারী জিমে রয়েছেন। বিয়ের সাজে মেকআপ, পরিপাটি চুল। একজন ওয়েডিং ফটোগ্রাফার তাঁর ছবি তুলছেন আর কনে ভারোত্তলন করছেন। ডামবেলের পর তিনি এক্সারসাইজিং মেশিনের কাছে যান।

কনের এমন কাণ্ড সচরাচর দেখা যায় না। তাই অনেক নেটিজেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্য-ঘরে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। তাঁরা বলছেন, স্ট্রেন্থ ও বিউটির উজ্জ্বল উদাহরণ ওই নারী।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.