Home / মিডিয়া নিউজ / তাহসান খান গাইলেন এবং তার মেয়ে নাচলো

তাহসান খান গাইলেন এবং তার মেয়ে নাচলো

তাহসান খান ও মিথিলার সন্তান আইরা তাহরিম খান। বয়স সাড়ে ৫ বছর। এই বয়সেই বেশ দুরন্ত।

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে পড়াশোনা, সব কিছুতেই বাবা-মায়ের মতোই চৌকস হয়ে উঠছেন আইরা।

সম্প্রতি আইরা বাবা তাহসানের সাথে ঘুরতে গিয়েছিল। বাবা-মেয়ে দুজনে মিলে বেশ মজা করেছেন। মেয়ে সুযোগ পেয়েই তার দুরন্তপনা দেখিয়েছে। ফাঁকা উন্মুক্ত মঞ্চ পেয়ে নাচ শুরু করে দেয় আইরা। কিন্তু বাবা একজন সঙ্গীতশিল্পী। মেয়ের নাচের সাথে গান না না থাকলে হয়? তাহসান গাইতে শুরু করলেন মেয়ে আইরা তাহরিম খান অনবদ্য নেচে গেল।

এসব তাহসানের সোশ্যাল হ্যান্ডেলের মাধগ্যমে। যেখানে স্থির ছবির পাশপাশি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে বাবা-মেয়ের গান নাচ উঠে এসেছে। তাহসান সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ বিষয়ে লিখেছেন,

আমরা আশা ও বাস্তবতা নিয়ে কথা বলেছি, আমি গেয়েছি তুমি নেচেছ। আমরা জীবনে ঢেঁকিকলের মতো যে উত্থান পতন ঘটে সেসব নিয়ে কথা বলেছি। আমি হেসেছি এবং তুমি চুমু দিয়েছ। ভালোবাসা সবসময় এমনই চারিদিক আবরণ দিয়ে ঘিরে রাখে।

তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালের ৩০ এপ্রিল আইরা তাহরিম খানের জন্ম হয়। ২০১৭ সালের মাঝামাঝি সময় তাহসান মিথিলার বিচ্ছেদ ঘটে।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.