





তাঁর ছবি নেটদুনিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়। ইন্টারনেট ভেঙে যায় আরকী! নেটিজনদের






মতে বিশ্বের মডেলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আকর্ষনীয় ফিগার একমাত্র তাঁরই। তিনি কিম কার্দাশিয়ান। কিম






মানেই যৌনতা। কিম মানেই আগুনের গোলা। সেই কিম এবার তাঁর ভক্তদের জন্য বছরের শেষ দিনে একটি হাটে গরম খবর দিলেন। সৌদির রাজপুত্র মহম্মদ বিন সলমন তাঁর সঙ্গে একরাত কাটাতে চেয়েছেন। আর কিমের এই মহামূল্যবান সময় থেকে তাঁকে একরাত দেওয়ার জন্য কিমকে ভারতীয় মুদ্রায় ৬৪ কোটি পারিশ্রমিক দেবেন বলেও জানান। সম্প্রতি কিমের স্বামী একটি ট্যুইট শেয়ার করেছিলেন যে তাঁর বেশ কয়েক কোটির দেনা রয়েছে। সেই ট্যুইট প্রিন্সের নজরে পড়তেই তিনি কিমের কাছে এই অফার পৌঁছে দেন।
কিম জানিয়েছেন তিনি এরকম অফার প্রায়শই পান। কিন্তু তা বলে টাকা ওড়ালেই তাঁকে পাওয়া যাবে না। তাঁর সঙ্গে রাত কাটাতে হলে সুন্দর মনও প্রয়োজন।
এরপর আমেরিকার এই ফেমাস সেলিব্রিটি তাঁর ভক্তদের মতামত জানতে চেয়েছেন কমেন্ট বক্সে। কিমের সিদ্ধান্তে সহমত প্রকাশ করলে আপনিও আপনার মত জানাতে পারেন সরাসরি এই বিখ্যাত মডেলকে।