





সোনু নিগম এমন কাজ মজা করে করেছেন, নাকি ভীষণ বিরক্ত ঠিক বোঝা গেল না। তবে এটা






হলফ করে বলা যায়, সাম্প্রতিক কালে সোনু নিগমকে ঘিরে যেসব বিতর্ক ঘোরাফেরা করছে তার মধ্যে এটাও যুক্ত হল।






সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে খ্যাতনামা গায়ক সোনু নিগমের একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে কোনও একটি অনুষ্ঠানে গিয়েছেন সোনু। সেখানে খুব স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে ঝলসে উঠছে ক্যামেরা। হঠাৎই একভক্ত এসে সোনুর কাঁধে হাত দিয়ে নিজের মোবাইলে সেলফি তুলে যান। সঙ্গে সঙ্গে সোনু নিগম তাঁর কাঁধে রাখা ভক্তের সেই হাত ধরে উল্টোদিকে ঘুরিয়ে মুচকে দেন। পরক্ষণেই অবশ্য বিষয় সামাল দিয়ে সেই সেই ভক্তের সঙ্গে সেলফিও তোলেন সোনু এবং তা হাসি মুখেই।
তবে প্রথমে গায়ক সোনু ঠিক কী করতে চাইছিলেন বোঝা গেল না। তিনি কি ওই ভক্তের তাঁর কাঁধে হাত রাখায় রেগে গিয়েছিলেন? নাকি নেহাতই মজা করে এমনটা করছেন তা নিয়ে প্রশ্ন সংশয় রয়েছেই। তবে নেটিজেনদের দাবি তাঁর কাঁধে হাত রাখায় রেগেই গিয়েছিলেন সোনু। তবে পরে বিষয়টা বুঝতে পেরে সামলে নেন পরিস্থিতি।
সূত্র জি নিউজ