





কিছুদিন আগেই আদরের কুকুর ডায়নার জন্য ৩৫ হাজার টাকা দিয়ে জ্যাকেট কিনেছিলেন প্রিয়াঙ্কা






চোপড়া। এবার ডায়নার জন্য নতুন আরও একটি উপহার কিনেছেন পিগি চপস। যাঁর দাম শুনলে চোখ কপালে উঠবে বৈকি।






প্রিয়াঙ্কা তাঁর আদরের ডায়নার জন্য কিনেছেন ট্রাভল ব্যাগ। যে ব্যাগে করে তিনি ডায়নাকে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে সহজেই নিয়ে যেতে পারবেন। আর এই ব্যাগের দাম নাকি ১ লক্ষ টাকা। শুনে বিশ্বাস না হলেও এটা সত্যি। ডায়নার জন্য কেনা সেই নতুন ব্যাগে তাকে ভরে ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। এই ব্যাগটি ডায়নার ট্রাভেল হোম বলেই ব্যাখ্যা করেছেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছেন ডায়না নাকি এখন আর তার ওই ব্যগ থেকে বের হতেই চাইছে না।
এর আগে ডায়নার জন্য ৩৫ হাজার টাকা দিয়ে জ্যাকেট কিনেছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবিও পোস্ট করেছিলেন।