





সিরিয়ালের অভিনেত্রীকে সিনেমায় সুযোগ করে দেওয়ার নামে কয়েক লাখ টাকার সোনার গয়না






হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কোলকাতার এক প্রযোজকের বিরুদ্ধে। থানায় অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাননি এই অভিনেত্রী।






সিরিয়ালের এই অভিনেত্রী স্বামীর মৃত্যুর পর সন্তানদের দেখাশোনার জন্য অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। এরপর ভিকি আগরওয়াল নামে প্রযোজক তাকে সিরিয়ালে অভিনয় করার পরামর্শ দেন।
কয়েক হাজার টাকার বিনিময়ে একটি জনপ্রিয় সিরিয়ালে মুখ দেখানোর সুযোগ পান তিনি। এরপর এই প্রযোজক একটা শর্তে তাকে সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলে তাকে ডাকেন। শর্ত ছিল যত সোনার গয়না আছে, সব পরে আসতে হবে। ওই অভিনেত্রী জানান, এর আগে সিরিয়ালে অভিনয়ের সময়ও সোনার গয়না পরে আসার নির্দেশ দিয়েছিলেন ভিকি। সিরিয়ালে সেই গয়নাতে তাকে দেখাও যায়। তাই সিনেমার ক্ষেত্রেও যখন সোনার গয়না পরে আসতে বলা হয়, তখন তিনি কোনো সন্দেহ করেননি।’
এরপর প্রযোজকের কথা মতো গত ডিসেম্বরে একটি সিনেমার শুটিং করতে টালিগঞ্জে যান তিনি। শ্যুটিং চলাকালীন মেকআপ রুম থেকে সব গয়না লোপাট হয়ে যায়। ঘটনার পর পরই কোলকাতার রিজেন্ট পার্ক থানায় চুরির অভিযোগ জানান ওই অভিনেত্রী। কিন্তু ভিকি আগরওয়াল সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে। তারপর এক মাস কেটে গেলেও এখনো তার গয়নাগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।