Home / মিডিয়া নিউজ / রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে বললেন আইটেম কন্যা বিপাশ

রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে বললেন আইটেম কন্যা বিপাশ

শোবিজে দুনিয়ায় তার পথচলা ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ১৪তম স্থান

অধিকার করেন। সেই সময় থেকে মডেলিং ও অভিনয়ে নাম লেখান তিনি। অভিনয় করেছেন একাধিক

নাটকে। ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের আইটেম গান দিয়ে চলচ্চিত্রে

পা রাখেন তিনি। একে একে প্রায় ৫০ টির বেশি ছবির আইটেম গানে নেচে রূপালি পর্দায় বিপাশা কবির পেয়েছেন আলদা পরিচিতি। শুধু তাই নয় বেশ কিছু চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয় করছেন বেশকিছু ওয়েব সিরিজেও। পাশাপাশি মিউজিক ভিডিতে কাজ করছেন নিয়মিত। বৃহস্পতিবার বিপাশার জন্মদিন।

তার জন্মদিনের প্রথম প্রহরটা কেটেছে বন্ধু-বান্ধবীর সঙ্গে কেক কেটে। নিজের জন্মদিনের কোনও আয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘রোজা চলছে তাই তেমন কোন আয়োজন করিনি। পরিবারের সঙ্গেই জন্মদিনটি কাটাচ্ছি। সারা বছর আমাদের তো নানা ভাবেই কেটে যায় অন্তত এই রোজার মাসে আমাদের উচিৎ অসহায়দের পাশে দাঁড়ানো। তাদের সঙ্গে দুঃখ-সুখ ভাগাভাগি করে নেয়া। তাহলে হয়তো কেউ না কেউ উপকৃত হবে। এভাবে এক থেকে অনেক মানুষই পাশে দাঁড়াবে।’

সম্প্রতি ওয়েব সিজির ও একটি ইসলামিক মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন। পাশাপাশি শাকিব খান অভিনীত একটু প্রেম দরকার ছবিতে আইটেম গানে পারর্ফম করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও ভেলকিবাজী নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আমাদের সময়.কম

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.