





মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার বাগদান সম্পন্ন হয়েছে। তবে বাংলাদেশি কোনো ছেলের সঙ্গে নয়,






ইউরোপিয়ান এক পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেছেন,






বাংলাদেশে ভালো কোনো ছেলে নেই। সম্প্রতি একটি অনলাইন পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।






তিনি বলেন, এতদিন কাউকেই পছন্দে হয়নি। আগে থেকেই দেশের বাইরে আমার স্থায়ী হওয়ার ইচ্ছে ছিল। আর বাংলাদেশেও ভালো কোনও ছেলে নাই!’ তাই বিদেশী ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগেও পিয়া বিপাশা বিয়ে করেছিলেন। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে।
উল্লেখ্য, ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় পিয়া বিপাশার। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এতে পিয়া বিপাশার নায়ক ছিলেন এবিএম সুমন।
এরপর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া সম্প্রতি ‘জিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও তা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন পিয়া বিপাশা।