





ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি






পেয়েছে তার নতুন সিনেমা ‘হুল্লোড়’। এদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘বিক্ষোভ’






সিনেমাটি। বেশ ব্যস্ত সময়ের বাইরে কিছুটা সময় নিজেকে দিতেই পছন্দ করেন তিনি। সেই অবসর সময়টুকু এবার তিনি দিবেন ব্যবসায়ে।






‘দ্য ফিটনেস এমপায়ার’ নামে নতুন জিম খুলতে যাচ্ছেন ফিটনেস সচেতন এই অভিনেত্রী। কলকাতার মধ্যমগ্রাম এলাকার স্টার মলে অবস্থিত এই জিমের উদ্ভোধন হবে আগামী এপ্রিলে। শ্রাবন্তীর স্বামী রোশান পেশায় এয়ার ক্রু সুপারভাইজার হলেও তার রয়েছে নিজস্ব জিম। সেই থেকে অণুপ্রাণিত হয়ে শ্রাবন্তী নিজে এবার জিম খুলতে যাচ্ছেন। এমনটাই জানা যায়।
এদিকে শ্রাবন্তী শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘কাবেরি অন্তর্ধান’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করবেন প্রসেনজিত চ্যাটার্জি।