Home / মিডিয়া নিউজ / আমি অশিক্ষিত, এ রকম করলে খেলবো না: স্বস্তিকা

আমি অশিক্ষিত, এ রকম করলে খেলবো না: স্বস্তিকা

শিক্ষাগত যোগ্যতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। আচমকা এমন কী ঘটলো যে নিজের

শিক্ষার ব্যাপারে স্বস্তিকা জানালেন, তিনি বাংলা, হিন্দি, ইংরেজি, কোনো ভাষাতেই দক্ষ নন।

তার ছবি দেখলে বা কথা বললে তো মনে হয়, তিন ভাষাতেই যথেষ্ট দখল তার।

কী ঘটলো হঠাৎ? একাধিক টালি নায়িকার মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন প্রায়শই। আর ট্রোলের উত্তর কীভাবে দিতে হয়, তারই একটি উদাহরণ হয়ে দাঁড়াতে পারে স্বস্তিকার এই দু’টি বাক্য।

রেডিও জকি, অভিনেতা ও কমেডিয়ান মীর আফসার আলি এবং ‘টুম্পা’ খ্যাত অভিনেতা সায়ন ঘোষের একটি ছবির তলায় কমেন্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছিলেন, তিনি সায়ন ঘোষের বড় ফ্যান। ‘টুম্পা’ গানটি তার জীবনের মন্ত্র। মন্ত্রের বানান ও উচ্চারণে প্রকাশ পেয়েছিলো সংস্কৃত ছোঁয়া।

কিন্তু এক নেটাগরিক প্রশ্ন তোলেন, ‘মন্ত্র’র বদলে তিনি ‘মান্ত্রা’ কেন লিখবেন। তবে কি তিনিও ‘অবাঙালি’ হওয়ার চেষ্টা করছেন? নেটাগরিকের মতে, হিন্দি অধ্যুষিত এলাকার প্রভাব পড়ছে তার মধ্যে।

সেই কথোপকথনের জল গড়িয়ে যায় শিক্ষা-অশিক্ষার দিকে। স্বস্তিকার ভাষাজ্ঞানের দিকে আঙুল তোলা হয়। স্বস্তিকা সাধারণত এই সমস্ত ট্রোলের উত্তর দিয়ে থাকেন। এবারও তাই হলো। কিন্তু আগের মতো তিনি যুক্তির সাহায্য না নিয়ে রসিকতায় মুড়লেন তার উত্তরগুলোকে।

সোজাসাপ্টা জানিয়ে দিলেন, আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। এ রকম করলে খেলবো না।

আরো একটি কমেন্টে লেখেন, আমি ক্লাস ১০-ও পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি কোনোটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করবো।

তাতেও হাল ছাড়েননি নেটাগরিক। তিনি একের পর এক কমেন্ট করে গিয়েছেন। তবে স্বস্তিকার পাশে এসে দাঁড়িয়েছেন অনেক ইনস্টা-বাসী। তারা কেউ যুক্তি দিয়ে, কেউ বা আবার রসিকতার ছলেই ট্রোলের উত্তর দিয়েছেন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.