





ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেতা জায়েদ খান। যিনি দীর্ঘ এক যুগেরও অধিক






সময় ধরে বড় পর্দায় সাফল্যর সাথে কাজ করে যাচ্ছেন। কিন্তু এই মুহুর্তে সারাদেশজুড়ে মহামারী






করোনাভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ায় অভিনয়ে খুব একটা নিয়মিত হচ্ছেন তিনি। তবে এবার






নতুন এক দায়িত্ব পেয়েছেন এই তারকা। জানা যায়, তাকে জন্মভূমি পিরোজপুরের মাছিমপুরের আল হেরা জামে মসজিদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি নিজেই বলেন, ’আল্লাহ আমাকে কবুল করেছে’ ঢালিউডের নায়ক জায়েদ খান নিজেকে ধর্মভীরু পরিচয় দেন। নেশা কিংবা বাজে কোনো নেশা নেই বলে দাবি তার। সম্প্রতি তিনি মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন।
বুধবার গণমাধ্যমে জায়েদ নিজেই বিষয়টি জানিয়েছেন। জায়েদ খান নতুন দায়িত্ব পেয়ে বললেন, আল্লাহ আমাকে কবুল করেছে। সিনেমার মানুষ হয়েও মসজিদ কমিটির এ দায়িত্ব পাওয়াকে গর্বের বলে মনে করছেন ঢালিউডের এ নায়ক। তার উচ্ছ্বসিত হওয়াও স্বাভাবিক। কারণ, এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে তার বাবার স্মৃতি।
জায়েদ বলেন, ’বাড়ি গিয়ে আমি সারপ্রাইজড। কারণ আল হেরা জামে মসজিদ থেকে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমাকে মসজিদ কমিটির সভাপতি করা হয়েছে জানিয়ে আমার হাতে উপহারস্বরূপ জায়নামাজ ও টুপি তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে ’ভালবাসা ভালবাসা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই দারুণ সাফল্য পান জায়েদ খান। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও শাবনূর। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্য রয়েছে- রিকসাওয়ালার ছেলে, মন ছুঁয়েছে মন, প্রেম করবো তোমার সাথে, আমার স্বপ্ন আমার সংসার’।