





চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায়






আসেন চিত্রনায়িকা নিপুন আক্তার। তবে ভোটের মাঠে জয় পাননি তিনি। তবুও সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে রেখেছেন এই অভিনেত্রী।






সমিতির কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন আয়োজনে সরব উপস্থিতি তার। সম্প্রতি একটি ফ্যাশন ব্র্যান্ডের আয়োজনে হাজির হয়েছিলেন নিপুন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার কুইন খ্যাত অপু বিশ্বাসও। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিপুনের বিষয়ে মুখ খুলেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ”একটা সময় নিপুনকে দেখে অনেকেই আমার মাকে বলতেন- ‘আপনার দুই মেয়ে কিনা?’ অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।”
চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছাদূত হওয়া নিয়ে ভালোই সময় যাচ্ছে অপু বিশ্বাসের। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে নায়িকার ‘ছায়াবৃক্ষ’। অনুদানের এই সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন। এছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’-এ ঢালিউড কুইনের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন জায়েদ খান। ওই মামলার শুনানির নির্ধারিত দিন ছিলো আজ (সোমবার, ২৫ এপ্রিল)। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি পিছিয়ে আগামি ২৩ মে নতুন দিন ধার্য করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।