





বেশ কিছুদিন আগে সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা






যায় একজন মানুষকে। দেখেই মনে হয় তিনি একেবারেই মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। তার






বেশ কিছু এলোমেলো ছবি ভাইরাল হয় স্যোশাল মিডিয়াতে। শেষ পর্যন্ত খোজ নিয়ে জানা যায় তিনি






দেশের এক সময়ের বিশিষ্ট এবং জনপ্রিয় অভিনেতা। তবে এবার বেশ রিকভারি করেছেন তিনি। ফিরছেন অভিনয়। জানা গেছে কয়েক দিন আগে ’তুই আমার হবি’ শিরোনামের একটি অনু নাটকের মাধ্যমে আবারো অভিনয়ে ফিরলেন শুভ। গত ২৫ অক্টোবর নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি নির্মাণ করছেন গাজী আপেল মাহমুদ।
কাজে ফেরা প্রসঙ্গে শুভ বলেন—জামালপুরে প্রতারণার খপ্পরে পড়েছিলাম। এ সময়ে ভক্ত, সহকর্মী ও বন্ধুরা পাশে ছিলেন। অনেকে কাজে ফেরার অনুরোধও করেছিলেন। তখন মনে হলো, মিডিয়ার কিছু মানুষের ওপর রাগ করে দর্শকদের বঞ্চিত করছি। মিডিয়ার মানুষের ওপর রাগ করে থাকা বোকামি ছাড়া আর কিছু না।
সম্প্রতি ’বউ না শাশুড়ি’ নামে আরো একটি নাটকে কাজ করেছেন শুভ। খুব শিগগির ’অফিসার রিটার্ন’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন এই অভিনেতা।
গত আগস্ট মাসের শেষের দিকে মূলত ’অফিসার রিটার্ন’ সিনেমার শুটিং লোকেশন দেখতে টাঙ্গাইলের ঘাটাইলে গিয়েছিলেন শাহরিয়ার শুভ। ফেরার আগে শেরপুরের ধনবাড়ি কেন্দুয়া বাজারে এক সহকর্মীর বাড়িতে রাত কাটান তিনি। কিন্তু সেখানকার স্থানীয় কতিপয় রাজনৈতিক কর্মী পরিকল্পনা করে চা ও পানির সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে খাওয়ায় তাকে। এতে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি শুভর। তারই কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নাট্যজগতে কাজ করে গেছেন তিনি। তার রয়েছে অসংখ্য সব জনপ্রিয় নাটক। করেছেন বেশ কয়েকটি সিনেমাও। তবে একটা সময়ে হারিয়ে যান তিনি। খোজ পাওয়া যায়নি অনেক দিন ধরেই। এর পরেই তাকে পাওয়া যায় মানসিক ভারসম্যহীন ভাবে। তবে এখন বেশ ভালো আছেন তিনি।