





বাংলাদেশের নাট্য জগতের এক অন্যন্য নাম মোশাররফ করিম। বাংলাদেশের নাট্য জগতে যার






অবদান ব্যপক। নিজের অভিনয় শৈলী দিয়ে দীর্ঘ প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে






বাংলাদেশের মিডিয়া জগতে। তবে এবার শোনা গেল অন্য খবর।মোশাররফ করিম ও জুঁই করিম এবার






রেস্টুরেন্ট ব্যবসায় নাম লেখালেন।গত বুধবার রাজধানীর উত্তরার ১০ নাম্বার সেক্টরে \’এক কাপ চা\’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন তারা।
করোনা ভাইরাসের কারণে খুব আয়োজন করে উদ্বোধন করা না হলেও ছোট পরিসরে ফিতা কেটে এক কাপ চা উদ্বোধন করেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিম। এ সময় আরও উপস্থিতি নির্মাতা ও অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ, মারুফ মিঠু, অভিনেতা শহিদুল্লাহ সবুজ।
নতুন এই উদ্যোগ নিয়ে মোশাররফ করিম বলেন, রেস্তোরাঁ দেয়ার ইচ্ছে অনেক আগে থেকেই ছিলো। এক কাপ চা তারই প্রয়াস। এখানে খাবারের মান থাকছে খুবই স্বাস্থ্যসম্মত।\’
শুধু নাট্য জগত নয়। সিনেমতেও সমান জনপ্রিয় এই অভিনেতা। যার অভিনয়ের জয়জয়কার। তার অভিনয়তে মাতোয়ারা সারা দেশের মানুষ। এখনো সমান জনপ্রিয় তিনি।