Home / মিডিয়া নিউজ / বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম তার কাছে,দুই ঘন্টা বসিয়ে রেখে বললো উনি নেই:অপু

বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম তার কাছে,দুই ঘন্টা বসিয়ে রেখে বললো উনি নেই:অপু

একটা সময়ে ঢাকাই সিনেমার নায়িকা মানেই যেন ছিল অপু বিশ্বাস। দেশের প্রায় প্রতিটি সিনেমায়

তাকে দেখা যেত নায়িকা হিসেবে। আর সেই সিনেমায় তার বিপরীতে থাকতো শাকিব খান। তবে বেশ

কয়েক বছরের মধ্যে পাল্টে গেছে চিত্রপট। এখন আর সিনেমায় তেমন দেখা যায় না অপু বিশ্বাসকে।

এ ছাড়াও ব্যাক্তি জীবনেও বেশ একা এখন তিনি। সে সময় সংসার টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন অপু বিশ্বাস। তখন চলচ্চিত্রের এক লিজেন্ডের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখান থেকে বুকভরা কষ্ট নিয়ে ফিরেছিলেন অপু।
দীর্ঘদিন পর সোমবার এই চাপা কষ্ট তার ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। সেখানে অপু লিখেন, ‌২০১৭ সালে সন্তানকে নিয়ে যখন বিপাকে পড়ি, তখন বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম এক লিজেন্ডের কাছে। দুই ঘন্টা বসিয়ে রেখে বললো উনি বাসায় নেই।

তিনি আরো লেখেন, কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনতে পারলাম লিজেন্ড হাসিমুখে বলেছে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে ও গাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছিলো আমার কাছে তার পরিবারের মুখে হাসি ফোটাতে কিন্তু আমি তাকে ঢুকতে দেইনি। এটাকেই কী লিজেন্ড বলে? শুভ হোক এই দিনটি আপনার জীবনে!

অপুর দেয়া স্ট্যাটাসে ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে তার স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে সমালোচনা। মন্তব্য করেছেন চলচ্চিত্রাঙ্গনের অনেকে। অপু ভক্তরা নিন্দা জানিয়েছেন সেই লিজেন্ডকে।

এদিকে করোনার এই ঘরবন্দি সময় ছেলে আব্রাম খান জয়কে নিয়েই সময় কাটছে অপুর। লেখাপড়ার পাশাপাশি জয়কে গান আর ছড়া আবৃত্তি শেখাচ্ছেন। সব মিলিয়ে মা ও ছেলে বেশ আনন্দঘন সময় পার করছেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ’শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী। এছাড়া কলকাতায় ’শটকার্ট’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন অপু।

সিনেমায় খুব কম দেখা গেলেও একেবারে সিনেমা থেকে দূরে যাননি অপু বিশ্বাস। বেশ কয়েকটি সিনেমা তার রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধয়ে দেবাশিষ বিশ্বাস পরিচালিত শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২। আর কোলকাতায় একটা সিনেমা তার বেশ কিছু দিন ধরেই আটকে আছে। যার নাম ’শটকার্ট’। এ ছাড়াও নানা ধরনের স্টেজ শো করে তিনি বর্তমানে তার জিবিকা চালাচ্ছেন।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.