





বলিউডের বর্তমান সময়ে উদিয়মান অভিনেত্রীদের মধ্যে সব থেকে ভালো এবং জনপ্রিয় অবস্থানে






আছেন বলিউডের নবাবকন্যা সারা আলি খান। খুব অল্প সময়ে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।






তার অভিনীত মাত্র দুটি সিনেমা মুক্তি পাবার পর থেকেই তিনি বলিউডের হার্টথ্রব অভিনেত্রীতে পরিনীত






হয়েছেন। তবে নতুন করে সারা আলোচনায় এসেছেন বেবো খ্যাত কারিনা কাপুরের একটি শোতে






এসে।সম্প্রতি করিনা কপূরের টক শো ’হোয়াট ওমেন ওয়ান্ট’-এ এসেছিলেন সইফ কন্যা সারা আলি খান। আর সেখানে সারাকে বেশ কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন করে বসেন কারিনা।
কারিনা কাপুরের শোতে আসার পর সারা প্রশ্ন করে কারিনা বলেন, তুমি কি কোনও দিন ’ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছ? ’নটি মেসেজ’ পাঠিয়েছ কাউকে? প্রশ্নকর্তা করিনা কপূর খান। আর যাঁকে এই প্রশ্নগুলো করা হচ্ছে, তিনি সারা আলি খান। এমনিতে তাঁদের সম্পর্ক যে বন্ধুর মতো, তা বহু বারই বলেছেন সইফ আলি খানের স্ত্রী ও মেয়ে। কিন্তু এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁদের সরাসরি আলোচনা করতে কখনও শোনেননি কেউ।
সম্প্রতি করিনা কপূরের টক শো ’হোয়াট ওমেন ওয়ান্ট’-এ এসেছিলেন সইফ কন্যা সারা আলি খান। সেখানে করিনার বিভিন্ন প্রশ্নের সব জবাব স্ট্রেট ব্যাটে দিয়েছেন তিনি। তবে রিলেশনশিপ নিয়ে প্রশ্নের জবাবে সারা যা বলেছেন, তাতেই বোধহয় সবচেয়ে খুশি হয়েছেন করিনা।
সারার সঙ্গে করিনার মজার এই কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেছে ম্যাডক ফিল্মস। তাঁদের প্রযোজনাতেই আসছে সারার পরবর্তী ছবি ’লভ আজ কাল’। ওই টক শো-তে নিজের পরবর্তী ছবি, ওজন কমানোর মতো একাধিক বিষয়ে মায়ের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সারার ভাই ইব্রাহিম ও তৈমুরের প্রসঙ্গও উঠেছিল সেখানে।
সারাকে রিলেশনশিপ নিয়েও বেশ কয়েকটি প্রশ্ন করেন করিনা। সেই সব প্রশ্নই একেবারে গ্যালারিতে উড়িয়ে দিয়েছেন সারা। করিনা জিজ্ঞাসা করেন, সারা কাউকে ’নটি মেসেজ’ পাঠিয়েছে কি না? এই প্রশ্ন করার পর সারা উত্তর দেওয়ার আগেই করিনা বলে ওঠেন, ’’আমি এটা জানতে চাই না। আশা করি তোমার বাবাও শুনছে না।’’ তা শুনে হেসে ওঠেন সারা, আস্তে করে বলেন, ’’হ্যাঁ’’।
এর পরই সারা কারও সঙ্গে ’ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছেন কি না জানতে চান করিনা। সারার জবাব, তা তিনি কোনও দিনই করেননি। তা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সইফ-পত্নী।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম বড় অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে কারিনার প্রেমের গুঞ্জন ছিলো বেশ অনেক আগে থেকেই।সাইফের প্রথম স্ত্রী অমৃতার সাথে সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই কারিনার সাথে সম্পর্কে জড়ান সাইফ। তবে অনেকে আবার মনে করেন কারিনার জন্যই তিনি অমৃতার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেন তিনি। এর পর সারার বয়স যখন ১৭ তখন সাইফ আর কারিনা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।