Home / মিডিয়া নিউজ / সিনেমার অবস্থা খারাপ, হাতে কাজ নেই, ব্যবসায় নেমেছেন ৩ অভিনেত্রী

সিনেমার অবস্থা খারাপ, হাতে কাজ নেই, ব্যবসায় নেমেছেন ৩ অভিনেত্রী

বাংলাদেশের সিনেমাঙ্গনের অবস্থা অতীতের যে কোন সময়ের থেকে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে

দিয়ে যাচ্ছে। বর্তমানে সিনেমা হচ্ছে না বললেই চলে।আর সিনেমার এই করুনাবস্থার জন্য বাংলাদেশের

সিনেমার অনেক নায়ক নায়িকারা হয়েছেন বেকার। তাদের হাতে নেই কোন কাজ। কাজের অভাবে

অনেকেই ছুটছেন নতুন কোন কাজের জন্য। আর এই তালিকায় সব থেকে বেশি রয়েছে অভিনেত্রীদের নাম। সম্প্রতি ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় তিন অভিনেত্রীও নাম লিখিয়েছেন এই তালিকায়।

রোমানা নীড়, আঁচল ও বিপাশা কবির অকপটেই জানালেন, সিনেমার অবস্থা খারাপ। তাই ব্যবসার দিকে মনে যোগ দিতে চান চলচ্চিত্রের তিন মুখ আঁচল, বিপাশা কবির ও রোমানা নীড়। তিন বান্ধবী মিলে রাজধানীর আফতাব নগরে গড়ে তুলেছেন ফ্যাশন হাউজ ’থ্রি ডিভাস’। আপাতত এখানেই মনোযোগ দিতে চান তারা। বিষয়টি নিয়ে ’কিস্তিমাত’খ্যাত নায়িকা আঁচল বলেন, ’সিনেমার মন্দাভাব এটা সবাই জানেন। আবার সিনেমার কাজেই আমাদের অনেক কিছু ব্যবহার করতে হয়। এগুলো ভাবনা থেকেই ফ্যাশন প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা। মূলত আমরা সাতজন বেশ ঘনিষ্ঠ বন্ধু আছি। তাদের মধ্যে থেকে আমরা তিন মেয়ে এই প্রতিষ্ঠানটি চালু করছি।

জানান, এখানে জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের ড্রেস, রূপচর্চার বিভিন্ন প্রসাধনী আমদানি করা হবে। আর পণ্যগুলো আসবে মুম্বাই, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে।

’আইটেম কন্যা’ হিসেবে পরিচিত বিপাশা কবির জানান, শুটিংয়ের কারণে প্রতিনিয়ত তাদের মেকআপ নিতে হয়। ফলে কোন প্রসাধনীটা ভালো সেটা জানার অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গা থেকেই ক্রেতাদের সেরা পণ্য তুলে দিতে চান তারা।

আফতাবনগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এটি চালু হচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি ’থ্রি-ডিভাস’ উদ্বোধন করা হবে।

প্রসঙ্গত, একটা সময় বাংলাদেশের সিনেমার অবস্থা ছিলো পাশের দেশ ভারতের কোলকাতার থেকেও ভালো। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন। বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমার এমন অবস্থা যে সিনেমার মান গিয়ে ঠেকেছে তলানির দিকে। বিশেষ করে একটা সময় ছিলো যখন বাংলাদেশের সিনেমার মান এবং মূল্যায়ন ছিলো বিশ্বব্যাপি। কিন্তু বাংলাদেশের এই সিনেমার মান কমে যাওয়ার কারন বেশ কয়েকটি আর তা হলো ভালো পরিচালনা আর ভালো গল্পের অভাব। তাই বাংলাদেশের সিনেমার এই দুরাবস্থা ফেরাতে হলে এ সব বিষয় রাখতে হবে আরো কড়া নজর।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.