Home / মিডিয়া নিউজ / ব্যক্তিগত জীবন নিয়ে জয়ের প্রশ্ন, কৌশলী উত্তর দিলেন পপি

ব্যক্তিগত জীবন নিয়ে জয়ের প্রশ্ন, কৌশলী উত্তর দিলেন পপি

বাংলাদেশের সিনেমার জগতের আরেকজন উজ্জল নক্ষত্র সাদিকা পারভিন পপি। বাংলাদেশের সিনেমা

জগতে তার আবির্ভাবের পর থেকেই বেশ দাপুটে অভিনেত্রী হিসেবে গন্য হন তইনি। বলতে বাংলাদেশের

অন্যতম একজন অভিনেত্রী যার প্রথম সিনেমাটাই তুমুল সাড়া ফেলে মানুষের মধ্যে। ৯০ এর দশক

থেকে সিনেমায় আভির্ভাব তার।বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত তাকে দেখা না গেলেও ওয়েব প্লাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে অভিনয় করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এই নায়িকা এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ’৩০০ সেকেন্ড’-এ।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বের এই অনুষ্ঠানে ক্যারিয়ার, বর্তমান কর্মতৎপরতা এবং ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন পপি।

সমকালীন সময়ে যারা পর্দা মাতিয়েছেন তাদের প্রায় সকলে বিয়ে করে সংসার যাপন করছেন। কিন্তু চিত্রনায়িকা পপি কেন ভালোবাসার মানুষটি খুঁজে নিলেন না? জয়ের এমন প্রশ্নের উত্তরে পপির কৌশলী উত্তর, ’আমার জীবনটা ভালোই কাটছে। ভালোবাসার মানুষদের সঙ্গেই কাটছে।’

এরপর পপি বলেন, আমার কাছে যে পারফেক্ট না তাকে নিয়ে সংসার করা বা লাইফে এমন রিস্ক নেয়া মনে হয় না আমার জন্য খুব প্রয়োজন। লাইফে একজন ভালো মানুষ, সঠিক মানুষ বাছাই করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তা না হলে লাইফটা একদম হেল হয়ে যাবে। আমি ওই রিস্কটাই নিতে চাই না।

প্রসঙ্গত, শুধু বাংলাদেহসের সিনেমাতে নয় কাজ করেছেন পাশের দেশ ভারতেও। বাংলাদেশের সিনেমা জগতে তার জনপ্রিয়ত এখনো বেশ আকাশচুম্বি। বর্তমানে সিনেমা থেকে দুরে থাকলেও সিনেমার মাঠ ছেড়ে যাননি তিনি। গেল ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত বাংলা চলচ্চিত্র শিল্পী সংশ্লিষ্টদের সংগঠন ’বাংলাদেশ ফিল্ম ক্লাব’র এক বছর মেয়াদি নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে জয়ী হয়েছে চিত্রনায়িকা পপি।

About Reporter Zara

Check Also

তাহসানকে নিয়ে গুঞ্জন, শাওনের দ্বিতীয় বিয়ে কবে?

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার বিয়ের। শোনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.