





বয়সটা যার যার কাছে শুধু একটি সংখ্যা মাত্র। এখন ছুটে চলছেন দুর্বার গতিতে। যার সিনেমা মানে






এখনো বক্সঅফিসে সুপারহিট। যার নাম এই চলো সিনেমা। একে একে বলিউডে রাজত্ব করে ফেলেছেন






দুই দশকেরও বেশি সময়। বলছিলাম বলিউডের ভাইজান সুপারস্টার সালমান খানের কথা। যিনি শুধু






একজন সুপারস্টার নয় একজন বড় মাপের মানুষও। নানা ধরনের ইতিবাচক কাজের জন্য সবসময়






থাকেন সংবাদের শিরোনামে।এবার তাকে নিয়ে প্রশংসা করলেন তারই ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের অন্যতম সুপারস্টার সুনীল শেঠি।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান যত বড় সুপার স্টার হোক। হৃদয়ে সে দুর্দান্ত একজন মানুষ। এত বড় একজন সুপারস্টার যিনি থাকেন এক বেডরুমের ফ্লাটে।
এ সময় তিনি সালমানের প্রশংসা করে বলেন, সে সব সময় সবার উপকার করে। আমি দেখেছি অন্যের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিতে ভালবাসে সে।
বন্ধু হিসেবে সালমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানাতে গিয়ে তিনি বলেন, মাসে কমপক্ষে দুইবার আমাদের দেখা হয়। সে যখন একান্ত ব্যক্তিগত সময় কাটায়, তখন তার সঙ্গে দেখা হয়।
এই বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি সুনিলের মেয়ে আথিয়াকে ২০১৫ সালে বলিউড পাড়ায় প্রবেশ করান সালমান খান। ভারতের চলচ্চিত্র জগতে উদীয়মান তারকাদের ’লঞ্চিং প্যাড’ খ্যাত সালমান বরাবরই নতুন সম্ভাবনাময় অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করে গেছেন।
সাক্ষাৎকারে সালমানের প্রশংসা করে সুনিল শেঠি আরো বলেন, আমার দেখা অনেক কম মানুষ রয়েছে যারা জীবনে কখনো ব্যর্থ হবে না। সালমান তাদের মধ্যে একজন।
প্রসঙ্গত, ৯০ দশকের শেষের দিকে বলিউড আবির্ভাব হয় সালমান খানের। রোগা পাতলা লিকলিকে সেই ছেলেটাই আজকে বনে গেছে বলিউডের সবথেকে বড় সুপারস্টার। একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন বহু আগেই। এছাড়াও তার উপার্জনকৃত থেকে তৈরি করছেন পিংকি ওমান নামে একটি দাতব্য সংস্থা। যেখান থেকে নানা ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন সালমান খান। প্রতিবছর নিজের উপার্জনের সিংহ বাদ দিয়ে দেন চ্যারিটি কাজে।বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার আপকামিং মুভি রাতে সিনেমা নিয়ে এবং সেইসঙ্গে চালিয়েছেন বিগবসের সঞ্চালনা।